রবিবার, 01 মার্চ 2015 23:16

ধবংসের পথে বাংলা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ওরে সমাজ অধিপতি,
এবার দাও বিরতি
আমারা যে সাধারণ জনতা ,
আকুল কন্ঠে জানাই মিনতি ।
তোমাদের পাশে আছে কত সাথী
সেয়ানা সেনায় ভরা
আমরা আর কত কাল দুঃখ নিয়ে
খেয়ে যাবো পুলিশের তাড়া ?
তোমারা কি দিয়েছ অনুমতি তাঁদের
করতে মোদের সর্বহারা ?
তোমাদের করি কত বিশ্বাস,
আমরাইত বানিয়েছি দেশের প্রধান ।
তবে কেন দিবেনা
আমাদের ফেলতে একটু নিঃশ্বাস ?
আজ আমরা কাঁপি ভয়ে ভয়ে
কখন কাকে জানি দিতে হয় জীবন দিয়ে
দিতে হয় হাটার এনাম ।
যে বাংলা দিয়েছিল
আজ সে বাংলার মুখ পড়ে আছে অবাগার মত ।
আমাদের এতটুকু কি সুখ ?
রক্তে ভাসায় বুক ,
বল তবে বল আর কত কাল পরে
আমরা দেখবো বাংলার সেই আগের রুপ ?
কেন করছ এত দলাদলি ?
ছেড়ে দাও তোমাদের মিছা মিছে বুলি
গড়ে দাও নতুন করে সোনার বাংলা মা কে
যেন আবার সেই ছোট্ট ছেলেটিও মা মা বলে ডাকে ।
731 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 02 মার্চ 2015 11:54
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.