এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 02 মার্চ 2015 07:25

সেই সুচিত্রা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                স্নিগ্ধ প্রভাতের আলো
গড়াগড়ি খায় নির্মলের বারান্দায়,
তবুও আলোর ঝলক
বড়ই বেমানান সেখানে।
তার বারান্দায় বেদনার ছড়াছড়ি
কষ্টের নুড়িপাথর বিছানো উঠানে।
মনে আছে সেই দুঃখিনী মেয়ে
যার এবেলা ওবেলা কাটতো
দিগন্তজোড়া সেই
দূর পাহাড়ের মাঠে,
সেই সুচিত্রা বেলা না পুরিতে অবেলা
নির্জন দুপুরে নর পশুর হিংস্র থাবায়
কলঙ্কীত দেহ যেন তার এলো চলে
জীবনের শেষ এই ঘাটে।
কৈশরী মন তার বলে
হে সুচিত্রা,
তুমি অবাঞ্ছিত খড় এ জনসমুদ্রে
বড়ই নিষ্প্রয়োজন হেথায়,
তাইতো পাপিষ্ট পৃথিবীর সাথে
সব বাঁধন ছিন্ন করে
যেতে হবে তোমায়  আজ সেচ্ছায়।
বাড়ির পিছনের সেই গাব গাছের ডালে
যেখানে শৈশবের স্মৃতি
দোল খায় দোলনায়,
সেই ডালে ওড়না পেচিয়ে
চলে গেল সে না ফেরার দেশে
কুলশিত সমাজ ভাসিয়ে কান্নায়।
সে ডালে আজ দোলনা নেই
হেসে হেসে হয় না সে কুটি
গায়না গান মন তার আবেশে,
সেখানে আজ কোকিল গায়নি গান
দোয়েল ওঠেনি নেচে
শিমুল ফোটে নি শাখে
উত্তাল করে নি প্রকৃতি
তার নৈমত্তিক শীশে,
সেখানে শুঁধু শত লোকের ভীড়
ফিসফাস গুঞ্জরন আর
সুচিত্রার সর্বস্ব হারা উস্ক কেশ
নিথর দেহ দোলে যেন বাতাসে।
834 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 02 মার্চ 2015 07:39
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য