যদি ভালবাসা না পাই
জীবনের সব কিছূ এলোমেলো হয়ে যাবে
সাজানোর ক্রমানুসারে সাঁজাতে পারবোনা সব কিছু।
জীবনের সমস্ত কারুকাজ অসমাপ্ততায়
ভরে যাবে
ভাবনার কবিতাগুলি ছন্দ হারানোর ব্যথায় কেঁদে উঠবে।
হৃদয়ের স্বপ্ন বলাকা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে
অঁন্ধকারের বুকে মাথা রাখবে অসৌখিন কাব্যিকতায়।
দুঃখ নামের বৃষ্টির মহা আলিঙ্গনে
সমস্ত সচেতনতার উর্বরতা নিঃশেষ হয়ে যাবে মুহুর্তে।
যদি ভালবাসা না পাই
জীবনের সর্পিল পথটা বাঁকা হয়ে যাবে।
অসময়ের অসৌজন্যতায় নেমে আসবে বৈশাখী ঝড় অস্তির সাগরের উলংঙ্গতায় নাচবে বেহায়া শুকুনের দল
সাঁজানো খতিয়ানের নক্সায় বাঁজবে ভাঙ্গনের সুর।
প্রতিশোধের ক্ষিপ্রতায় মিলবেনা ধব্বংশের জের
স্থবির সহবাসের ব্যর্থ আর্তচিৎকারে
জেগে উঠবে মহাকাল
বিকলাংঙ্গতায় জন্ম নেবে আগামীর ইতিহাস
একটি সজীব জীবনের অন্য রকম যবনিকাপাত।
যদি ভালবাসা না পাই যন্ত্রনার বালিশে মাথা রাখবো
সরাবের পেয়ালায় মুখ ডুবাবো
হিংস্র হায়েনার ভুমিকায় নষ্টালজিয়ায় মেতে উঠবো।
কামনার অস্থিরতায় অহেতুক অকাজ করিবো
কোমল হাতটা নোংরামির উষ্ণতায় জড়াবো
অযাচিত ভাবনার যাযাবর আবৃত্তিতে মেতে উঠবো
লিপ্সা কাতর মানুষ হয়ে অসময়ের সাইরেন বাঁজাবো।
যদি ভালবাসা না পাই
ধব্বংশের বাঁশিতে প্রথম ফুঁক দিবো
ভালবাসার পৃথিবীটা ধ্বংশ করে অকল্যাণী এই দেশ পাড়ি দিবো।
বিদায় নিবো তোমাদের কাছ থেকে অনেক দুরে চলে যাবো
স্বজাতির মায়া ভুলে নক্ষত্রের মাঝে আত্নার মিতালী করে
কোন এক অস্পরা রাতের শেষ প্রহরে
ভাবনার শিশির হয়ে পড়বো প্রিয় মানুষের স্বপ্নে।
আর যদি ভালবাসা পাই
নিজের পৃথিবীটা স্বপ্নের এ্যালবামে সাঁজিয়ে রাখবো
ভালবাসার ছবি বুকের পাজরে এঁটে দিবা নিশি হাসবো
উচাটন ভাবনায় হারিয়ে যাবোসুখের মোহনায়
যন্ত্রনার কোন ভাইরাস থাকবে না জীবন সীমানায়
শুথু সুখ, শুধু স্বপ্ন, শুধু সুখ, শুধু স্বপ্ন
আমি হবো বিশ্বসুখী সুখীজনের মহাজন।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
6 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 13 জুলাই 2023 06:29 লিখেছেন Iyvervt
In the present study, we investigated whether transplanting human UCB derived MSCs attenuates PHH and improves neuronal recovery after severe IVH in newborn rats and, if so, whether the protective effects of human UCB derived MSCs are associated with their anti inflammatory activity best place to buy cialis online forum cialis ashwagandha poudre montreal The Nobel couldn t have come as a complete surprise
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 13 মার্চ 2015 02:44 লিখেছেন আবিদ আল আহসান
যদি ভালবাসা না পাই তাহলে সুন্দর কবিতা লিখা হবেনা
তাই ভালবাসা খুব প্রয়োজন
হাঃ হাঃ অসাধারণ - মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 05 মার্চ 2015 17:37 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার
দারুণ লিখন
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 03 মার্চ 2015 00:26 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
খুব সুন্দর কবিতা, যতটুকু সাজাতে পেরেছি সাজিয়েছি, ভালো লেখা
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 02 মার্চ 2015 17:26 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
দাদা ভাই দারুণ। তবে লাইন গুলো সাজাতে হবে
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.