এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 28 আগষ্ট 2020 00:54

অমররত্ন তুমি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                তুমি ছিলে বিদ্রোহী 
তুমি ছিলে মুক্তি কামী মানুষের রাঙা রবি
তুমি ছিলে দুখু মিয়া
তুমি হয়েছো বাংলাদেশর জাতীয় কবি।

তুমি ছিলে কবি
তুমি হয়েছো অমর, আজি-
আমি তোমারী পথের পথিক--
তাইতো তোমার কবিতায় খুঁজি দিক,
তোমারী গানশুনে
নিতে চাই বিধাতার প্রেম শিখ।
তুমি আজ চির অম্লান --
তোমার স্মৃতি তে আজ
সতেজ মোর মনঃপ্রাণ।
পৃথিবী জানে-
মানুষ জানে-
কবি নজরুল ছিলো বড্ড অশান্ত
সারা বিশ্বজুড়ে নেই আর দ্বিতীয় দৃষ্টান্ত।

তোমার কলমে ছিলো বিদ্রোহের কালি 
তোমার কবিতায় ছিলো যুদ্ধের বাণী 
মুক্তির সংগ্রামে 
তোমার কবিতার ধ্বনি
সংগ্রামীর বুকে দিয়েছে শক্তি-
চোখকেও দিয়েছে আগুনের ঝলকানি।

তুমি ছিলে সৈনিক
তুমি ছিলে ধূমকেতু
তোমার ছিলো না বিন্দু ভয়
কে ছিলো 
কেউ কি ছিলো 
তোমার সামনে দারিয়ে বিরোধী কথা কয়।
তোমার শক্তি-সাহসে
বাঙালির মন মাতে উল্লাসে।

তুমি যুদ্ধের গান
তুমি যুদ্ধের প্রাণ
তুমি যুদ্ধের বীর
তুমি বীরত্বপূর্ণ রাজা
তোমার গানে গানে
বীর বাঙালী অস্ত্র হাতে
যুদ্ধ প্রাণে
বাংলাদেশ স্বাধীন করে 
জীবন দানে।

তুমি হয়েছো অমর
কবির মৃত্যু নেই
তুমিই বাংলাদেশের জাতীয় কবি
তুমিই বাংলাদেশের অমররত্ন
তোমাকে পেয়ে-
বাংলার আকাশ বাতাস মাটি ধন্য।            
            
796 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য