“তাদের পরিচয়” তারা হিংস্র যেন নর পশু হায়েনা , তারা ঘাতক মানুষের ভালো চায়না । তারা পাপীষ্ট অভিশপ্ত তাদের দেহ , তারা অন্ধ খোঁজ পায়না যে কেহ । তারা লোভী বিবেকের দরজা বন্ধ , তারা হিংসুক করে নিত্য দ্বিধা দ্বন্দ্ব। তারা উম্মাদ যেন মুক্ত জ্ঞান-হীনা , তারা পাষাণ মানুষকে করে ঘৃণা । তারা ইবলিস মানুষকে দেয় ধোঁকা , তারা ক্ষমতাধর যায়না তাদের রুখা । তারা লাভা বিস্তার করা যার অংশ , তারা আগ্নেয়গিরী সভ্যতাকে করে ধংস । তারা মাতাল নিত্য করে যেন নেশা , তারা জালিম কষ্টে রাখা যার পেশা । তারা ঘূর্ণিঝড় সবকিছু লন্ডভন্ড করে , তারা জলোচ্ছাস ভেঙ্গে আবারও গড়ে । তারা ঘাতক রক্ত নিয়ে খেলা খেলে , তারা শুকুন হিংসার পাখনা মেলে । তারা নাগিন বারংবার করে দংশণ , তারা ছদ্ধবেশি করেন জুলুম শোষণ । [রচনাকালঃ ২২/০৯/২০১৯ ইং] ২৭নং লক্ষীপুরা, জয়দেবপুর, গাজীপুর।

শেখ মুহাম্মদ সোহেল রানা
শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।
শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 24 জুলাই 2023 09:17 লিখেছেন fQxrOZ
Currently, breast conserving treatment for DCIS is frequently recommended overnight cialis delivery
- মন্তব্যের লিঙ্ক
শনিবার, 29 আগষ্ট 2020 11:59 লিখেছেন নাজমুল কবির
আপনার কবিতায় যারা মন্তব্য করবে তাদের কবিতায় আপনার মন্তব্য করতে হবে। আপনি মন্তব্য আশা করবেন মুখে মন্তব্য করবেন না এটা আসলে উচিত না।
- মন্তব্যের লিঙ্ক
শনিবার, 29 আগষ্ট 2020 11:59 লিখেছেন নাজমুল কবির
আপনার কবিতায় যারা মন্তব্য করবে তাদের কবিতায় আপনার মন্তব্য করতে হবে। আপনি মন্তব্য আশা করবেন মুখে মন্তব্য করবেন না এটা আসলে উচিত না।
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 28 আগষ্ট 2020 20:25 লিখেছেন মোঃ মশিয়ার রহমান (মশি)
চমৎকার লিখনী প্রিয়।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.