~~সীমানা প্রাচীর~~ বিরস বদনে শুধালো শঙ্খচিল গেরুয়া বাদামি গোলাপি বেগুনী সাত রঙা রঙধনু... এখানে আকাশ নেই নেই সবুজের সমারোহ নীলাভ আসমান দূরহ আছে দুর্বোধ্য সীমানা প্রাচীর। ঐ ধেসে আসা ঘূর্ণিঝড় পারো তো একবার ঠেকাও জিঘাংসু প্রশ্ন কেনো পালাও সীমানা প্রাচীর বন্ধ করো... বাহুবল অস্ত্রবল লোকবল আগ্নেয়াস্ত্র সব অচল ভেঙে তছনছ করো... অহমিকায় গড়ে তোলা সীমানা প্রাচীর। ভেঙে ফেলো সীমানা প্রাচীর দাঁড়াও প্রাচীর ভেঙে ফেলো অহেতুক সীমানা প্রাচীর। এক আসমানের নীচে নেই সীমানা এক ঝাঁক শঙ্খচিলের নেই এক ঝাঁক বলাকার সীমানাহীন প্রাচীরহীন দেখতে চাই এক পৃথিবী। ভেদাভেদ করো ধর্মের ভেদাভেদ করো বর্ণের ভেদাভেদ করো গোত্রের সব ভেদাভেদ ভুলো, বলো সবাই মানুষ। লাথি মারো সীমানা প্রাচীরে লাথি মারি অহংবোধে মানুষের পাঁজরের হাড়ে শিক্ষা নাও শিক্ষা দাও প্রসারিত করো উদার চিত্ত বলো না গরীব, বলো না ভৃত্য কাল ভুজঙ্গ নও, মৃত হলে সবাই রিক্ত। কেনো সীমানা প্রাচীর, কোন স্বার্থে কাদের জন্য, কাদের অর্থে? °°°°°°°°°°°°°°°°°°°°°°°°° []_____π[]π____π[]π____[] {দ্রোহের অগ্নি-১৯}
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
6 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 14 ডিসেম্বর 2023 07:51 লিখেছেন expalay
So i m trying it again for my second can i buy priligy in usa Carlos, USA 2022 06 19 07 11 00
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 29 জুলাই 2023 19:47 লিখেছেন rgogvBRp
Hair bundles were present in OHC like cells buy cialis pills
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 29 আগষ্ট 2020 14:25 লিখেছেন ইদি আমিন
অনন্য,, অনুপম,,, দুর্দান্ত রচিলেন কবি দাদু
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 29 আগষ্ট 2020 10:18 লিখেছেন মোঃ মশিয়ার রহমান (মশি)
চমৎকার লিখেছেন প্রিয়দাদা ভাই। শুভ কামনা রইল।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.