এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 29 আগষ্ট 2020 15:43

তরুণ বিদ্রোহী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তরুণ বিদ্রোহী

নেই এখন মানবতা, নেই সততা 
আছে শুধু অন্যায় আর মিথ্যা 
মিথ্যায় ভরে গেছে তরুণ সমাজ 
মিথ্যা আর ঘুস ছাড়া হয়না কাজ। 
জগৎ হয়ে উঠেছে মিথ্যার মেলা
সত্য বললে ফাঁসি মিথ্যার মালা।  
সত্য কথার এখন নেই মূল্য 
মিথ্যা বললেই মানুষ প্রফুল্ল। 
সত্যের জয় দেখতে আমি আগ্রহী
আমি এক সত্য প্রেমিক,তরুণ বিদ্রোহী।            
            
471 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা