মঙ্গলবার, 03 মার্চ 2015 01:17

অনুরাগ

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                তোমারি অনুরাগে আমি খুঁজে পাই নতুন কিছু 
পাহাড়ের ঝর্ণা ধারা চলে যেন তোমার পিছু পিছু ।
দু চোকে আমার দৃষ্টি হারিয়েছে,
আলতো করা পায়ে নুপুরের শব্দ করেছে স্তব্দ ।

চল আজ চলে যাই অজানা কোন পথে ,
যে পথে থকবে মৃধু বাতাস
মাঝে মাঝে আসবে ফুলের সুভাস ,
চল সে পথে যাই হারিয়ে দুজন ।

মেঘ শুন্য আকাশ দেখবো দুজন
হারাবো নীলিমার এক প্রান্তে ।
চল যাই সে পথে পারবেনা কেউ জানতে ।

অভিমান করনা চল যাই হারিয়ে
আবার পৃথিবীর শেষ সীমানায় ,
যেখানে থাকবে ভালবাসা,
মুছে দিবে অপেক্ষার ক্লান্তি চল যাই সে পথে ।
805 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 03 মার্চ 2015 01:22
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

9 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.