এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 30 আগষ্ট 2020 15:32

খোলা জানালায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বুকের ভেতর খচখচ করে উঠলো 
একটা কষ্টের কাঁটা, বয়ে গেল তীব্র দগ্ধো হাওয়া,
চারিদিক নির্ঘুম কালো অন্ধকার 
হিমেল কুয়াশা আচ্ছন্নতায় বিদঘুটে কিযে বাওয়া। 
আমি খোলা জানালার সামনে
দাঁড়িয়ে দু'হাতে উড়িয়ে দিই সুখের সব ভালবাসা,
হৃদয় ছেঁড়া কলিজায় নৃত্য রত
মিথ্যাচারিণী, কঙ্কাল গণতন্ত্রের বাঁধিয়েছে সে বাসা,
খুলে দিয়েছি দেবীর চরণতলে 
মায়া করে নির্লোভ বিশ্বাসের পাঁজরের সব কাছা, 
খোলা জানালায় আকাশ আঁকি
নীরব নিঝুম নিবিড় অধাঁরে যে নিয়ম আমার বাঁচা। 

দগদগে যন্ত্রণায় এক শিশির ঝরা
খোলা আকাশেতেই আমি করছিলাম তারার চাষ,
কৃষ্ণ কালের সমুদ্র নয়নের অথৈয়ে
উড়ে যাওয়া সবুজ সমারোহ করেছিল কারাবাস। 
আমি আর ভালবাসি না কামনার রং
সিসিতে তুলে নেই জড়তাগ্রস্ত পৃথিবীর নীল নির্জাস,
অট্ট হাসিতে ধেয়ে আসে অমাবস্যা
কালি সন্ধ্যা দরদ মেশানো মৃতদেহ হারায় কি বিশ্বাস!
ঘৃণারা প্রেমে মাতোয়ারা, রজনী কাটে
উর্বশীরা নিবিড়ে নিশি সাজায় বিষাদময়ী কামনায়,
খোলা জানালায় চাওয়া গুলোকে ফুঁ
দিয়ে উড়িয়ে দেই, রাত মাখি নিজের ইচ্ছে ভাবনায়।            
            
842 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য