এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 30 আগষ্ট 2020 16:23

বিজয় হোক স্বাধীনতার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কবি তুমি কেমন আছো___
আমি ভালো নেই
আমি বড্ড অসুস্থ 
কেউ আমার হৃদয়ের খবর রাখে না।
কি হয়েছে কবি! তুমি নির্ধিদায় আমাকে বলো
আমি তোমার কবিতা
আমি তোমার সেই মধূমিতা।
মধূমিতা! মধূমিতা... তুমি ?
কি আর বলি মধূমিতা
ডাকাতি হয়েছে মুক্তির চেতনা, জয়তু মিথ্যেবাদিতা 
জ্বরেরধাক্কায় কাঁপছে সারাদেশ
সবি যেন এক পেশ।
হুমম সবি তো দেখছি
তোমাকে এতোটা দুর্বল দেখছি
ভাবছি 
তোমার উপর কি পরিমাণ অন্যায় হয়েছে
তোমার বুকে কি অসহন ঝড় বইছে 
যেন সব ভেঙ্গে পড়েছে! 

তুমি ঘুমাও কবি...
তোমার মাথায় বুলিয়ে দেই হাত
আহা কি জ্বর তোমার শরীরে
আহা কি অসহায় নিরীহ একি তুমি'রে 
একদম চোক বুঁজে ঘুমাও,ভাবো ভাবতে থাকো...
তুমি স্বাধীনতার বিজয়ের জন্য লাল-সবুজ পতাকা নিয়ে
তোমার মতো স্বপ্নিল, হৃদয়ে বাংলাদেশের ছবি আঁকো..
সাগর পাড়ে মুক্তবাতাসে
বিশাল নীল আকাশে 
নিচ্ছ এক বুক শ্বাস 
সাগরের ঢেউ কাঁপিয়ে দিচ্ছে 
জয় জয় উচ্ছ্বাস। 

ঘুম আসছে না মধূমিতা
তুমি শোনাবে একটি স্বাধীনতার কবিতা। 

শোন আবৃত্তি করছি
বিজয় হোক স্বাধীনতার

বিজয় হোক স্বাধীনতার
বিজয় হোক মানবতার
বিজয় হোক মুক্তি যুদ্ধের চেতনার
বিজয় হোক মুক্তিকামি সব যাতনার
বিজয় হোক গণতন্ত্রের
বিজয় হোক মূলমন্ত্রের।            
            
1001 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

8 মন্তব্য