রবিবার, 30 আগষ্ট 2020 20:21

সুখের খোঁজে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~সুখের খোঁজে~~

দুঃখ হলো জীবন সাথী 
     ভাবনা করছি ভাই,
সুখের আশায় দিন চলে যায়
     সময় যে আর নাই।

কোথায় পাবো অনেক অর্থ
     পাবো কোথায় বল?
ধন-সম্পদে হবে ভরপুর
    থাকুক মনের ছল।

অনেক চেষ্টা করে আজও
      পাই না সুখের খোঁজ,
সুখের চিন্তা করেই কেবল
      প্রহর কাটছি রোজ।

প্রভুর বিধান মানি না আজ
      করছি অনেক ভুল,
ভুলের মাশুল দিচ্ছি এবার
     পাই না মনের কুল।

আল্লাহ মোদের সবার আপন
     নয়তো কারও পর,
মানবো বিধান, ডাকবো তাঁকেই
     গড়বো সুখের ঘর।
^^^^^^^^°°^^^^°°^^^^^^^^            
            
490 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 31 আগষ্ট 2020 07:16
শেয়ার করুন
মো.শামীম হোসেন

মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।

মো.শামীম হোসেন এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « আলো জ্বালো যদি কখনও »

5 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক fivQcl মঙ্গলবার, 04 জুলাই 2023 07:27 লিখেছেন fivQcl

    Wilford nMDhXxpEBYLOFjoFkW 5 29 2022 online generic cialis Most patients received adjuvant therapy after surgery, therefore natural survival of circulating cells without treatment could be monitored only in 7 patients, in which no further treatment was given apart from Tamoxifen due to good prognostic markers

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির সোমবার, 31 আগষ্ট 2020 07:19 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটি কবিতা পাঠ আমি দাদুভাই। অসাধারণ কবিতার পংক্তিমালা। আমার কাছে খুব ভালো লেগেছে।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির সোমবার, 31 আগষ্ট 2020 07:19 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটি কবিতা পাঠ আমি দাদুভাই। অসাধারণ কবিতার পংক্তিমালা। আমার কাছে খুব ভালো লেগেছে।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির সোমবার, 31 আগষ্ট 2020 07:19 লিখেছেন নাজমুল কবির

    চমৎকার একটি কবিতা পাঠ আমি দাদুভাই। অসাধারণ কবিতার পংক্তিমালা। আমার কাছে খুব ভালো লেগেছে।

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন সোমবার, 31 আগষ্ট 2020 00:19 লিখেছেন ইদি আমিন

    অসাধারণ প্রকাশ কবি

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.