এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 05 মার্চ 2015 17:50

লজ্জিত পতাকা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মানবের পৃষ্টে 
দানবের বাস,
দানব মানবে
করে উপহাস।
 
মানবতা রুষ্ট
নিরাবতা সব,
দানবেরা পুষ্ট,
তাই কলরব।
 
নীতির পঙ্গুত্বে
সাহস বনবাসে,
সুর্যের ধ্বজভঙ্গে
নারীত্ব হাসে।
 
লজ্জিত মাটি
বঞ্চিত পতাকা,
অশুর পশুর হাতে
খিরকি শলাকা।
808 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 08 মার্চ 2015 10:47
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

2 মন্তব্য