শৈশব স্মৃতি ঐ যে দূরে মাঠ পেড়িয়ে বাঁধনহারা আল এড়িয়ে সবুজ ঘেরা গ্রামগুলি। ছোট্ট বেলায় অবহেলায় আকাশ ছোঁয়া মাঠের মাথায় খেলছি সেথা ডাঙ্গগুলি। পূবের রবির হয়নি আলো শীষ দিয়ে যায় দোয়েল ভালো গান গেয়ে যায় বুলবুলি। ঐ যে দেখো সোনালী ধান, ধান কেটে যে আনছে কিষাণ কুড়ায় সেথা ধানগুলি। চাঁদের বুড়ি চরকা কাটে রুপা ধোয়া চাঁদের হাটে খোকা আঁকে রঙতুলি। সবুজ পাতার ফাঁকেফাঁকে সবুজ ফড়িং লুকিয়ে থাকে ফেলে আসা দিনগুলি। []___π[]π___π[]π___[]
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
7 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 16 জুলাই 2023 03:31 লিখেছেন JGGYNSSr
Gene therapy using different types of AAVs has been successfully carried out in various hearing loss models finasteride 1 mg online pharmacy It fools the brain into sensing that female hormone levels are low
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 07:52 লিখেছেন মোঃ মশিয়ার রহমান (মশি)
চমতৎকার ভাবে শৈশব স্মৃতি তুলে ধরার জন্য অফুরাণ ধন্যবাদ দাদা ভাই।
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 02 সেপ্টেম্বর 2020 10:48 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি
দারুণ অনুভূতির প্রকাশ করেছেন কবি
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 02 সেপ্টেম্বর 2020 00:28 লিখেছেন মনোয়ারা বেগম
চমৎকার ছন্দমিলে হৃদয়ছুঁয়ে যাওয়া একটি কবিতা পড়লাম।মুগ্ধতা অফুরান।
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 01 সেপ্টেম্বর 2020 15:55 লিখেছেন ইদি আমিন
হৃদয় ছুঁয়ে যাওয়া লিখনি,,,, অসাধারণ দাদু
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.