মঙ্গলবার, 01 সেপ্টেম্বর 2020 18:12

শরতে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ছুটির খবর এসেছে আজ নীল আকাশের পথে !
ও ভাই ছুটী – ছুটী – ছুটী,
আয়না – চোখে দেখনা – ওকে অরুণ আলোর রথে
সোনা – ছড়ায় মুঠি – মুঠি !
তরু লতায়, পাখীর নীড়ে, হর্ষে জড়াজড়ি
সারং – বাজছে বনে বনে,
নূতন নূতন পোষাক পরে’ মেঘ আকাশের পরী
কেমন – সাজছে খনে খনে |
খবর আসার আগেই এল গুপ্ত সুড়ং ধরি’
ছুটী – আজ যে মনে মনে,
কে জানালো ফুলকলিদের, ফুট্ ল কানন ভরি’
যারা-করত ফুটি-ফুটি–
ও ভাই – ছুটী – ছুটী – ছুটী |

কোণা হতে আয় বেরিয়ে সোনা কুড়াই ভাই,
আয় – গায়ে মাঠে মাঠে,
বাতাবি-বন মাতাবি-কে ? শিউলি বোঁটা চাই ?
আয়-বনের বাটে বাটে |
ঢেউয়ের তালে দুবল আজি, কলার ভেলা বাই,
আয় – নদীর ঘাটে ঘাটে,
কাশের বনে হাঁসেন সনে কণ্ঠ ছেড়ে গাই,
আয় – করব লুটোপুটি
ও ভাই – ছুটী – ছুটী – ছুটী |

চাইনা মোরা পায়ে জুতো – চাইনা মাথায় ছাতা,
বনে – ঘুরবো ছায়ে ছায়ে,
সাঁতার কেটে দীঘির জলে মুছব না আজ মাথা,
রোদে – শুকাক্ বায়ে বায়ে |
ফেলবো ছুঁড়ে আজকে শেলেট অঙ্ক কষার খাতা
তারা – লুটুক পায়ে পায়ে,
সরল-ভূগোল, নীতিকুসুম, ধারাপাতের পাতা
ছিঁড়ে – করব কুটি কুটি
ও ভাই – ছুটী – ছুটী – ছুটী |

আয়না সবাই দেখনা ও ভাই কে ওই অরুণ রথে
সোনা – ছড়ায় মুঠি – মুঠি |
ছুটির খবর পেয়েছি আজ নীল আকাশের পথে
ও ভাই – করব ছুটোছুটি — |            
            
401 বার পড়া হয়েছে
শেয়ার করুন
কালিদাস রায়

কালিদাস রায় (২২ জুন ১৮৮৯ – ২৫ অক্টোবর ১৯৭৫) ছিলেন রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা। তার রচিত কাব্যগুলির মধ্যে তার প্রথম কাব্য কুন্দ (১৯০৮), কিশলয় (১৯১১), পর্ণপুট (১৯১৪), ক্ষুদকুঁড়া (১৯২২) ও পূর্ণাহুতি (১৯৬৮) বিশেষ প্রশংসা লাভ করে। গ্রামবাংলার রূপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণবপ্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তার কবিতাগুলির বৈশিষ্ট্য। তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। তিনি রবীন্দ্র-ভাবধারায় প্রভাবিত হয়ে তিনি কাব্যচর্চা শুরু করেন। এরপরে কবিতা, ছোটগল্প, রম্য সাহিত্য ইত্যাদি রচনা করেন। 'বেতালভট্ট' ছদ্মনামে লিখিত বহু রসরচনা পাঠক সমাজে সমাদৃত ।

কালিদাস রায় এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক KDeZXerhV শনিবার, 08 জুলাই 2023 10:49 লিখেছেন KDeZXerhV

    13 Its action is antagonistic to that of adrenal mineralocorticoids, such as aldosterone, but it is not an inhibitor or antagonist of aldosterone buying generic propecia online

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.