~~মোনাজাত~~ হে আল্লাহ সকল প্রশংসা তোমায় শুধু তোমারই জন্য বিশ্বজাহানের প্রতিপালক হে প্রভু আমরা অতি নগণ্য। তুমি অনন্ত অসীম দয়ার সাগর তুমিই মেহেরবান কাল হাশরের মালিক তুমি গাহি তোমারই গুণগান। শুধু তোমরাই ইবাদত করি শুধু তোমারই সাহায্য চাই বিশ্বজাহানের মালিক তুমি তুমি ছাড়া কোনো গতি নাই। হে আল্লাহ তুমি প্রিয়জনদের দেখাও আলোর পথ- সহজ সরল পথে পরিচালিত- করো না মোদের বিপথ। হে মহান প্রভু বিভ্রান্ত অভিশপ্ত ফেরাও অন্ধকার থেকে তুমিই আমাদের রক্ষা করো যে পথ গিয়েছে বেঁকে। হে পরওয়ার তুমি করো পার তুমিই আমাদের সহায়- তুমি ছাড়া শুধু দিশাহারা আমাদের করো না অসহায়। তুলে দুই হাত করি মোনাজাত তোমারই পাক দরবারে- ফিরিয়ে দিও না শূন্য হাতে হে পাক পরওয়ারে। হে চির মহান গাহি গুণগান তুমিই রাব্বুল আলামিন- তুমি ছাড়া কে আছে মোদের আমিন-ছুম্মা আমিন। []_____π[]π____π[]π____[] {প্রেম আসেনি-৫৭}
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
6 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 26 নভেম্বর 2023 00:06 লিখেছেন exellamug
Atrial fibrillation Avoid coadministering dabigatran with P gp inhibitors if CrCl Monitor Closely 1 dabigatran, abciximab cialis from india I have never tried these stacking methods personally as they are better suited to guys
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 10 জুলাই 2023 16:45 লিখেছেন lErKsW
May she be greeted and welcomed home by all the saints in heaven online generic cialis Since the cataract is growing around or on your lens, your doctor will have to remove your old lens and replace the old lens with a new one
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 07:25 লিখেছেন মোঃ মশিয়ার রহমান (মশি)
অনেক সুন্দর লিখেছেন প্রিয় দাদা ভাই।
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 02 সেপ্টেম্বর 2020 10:45 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি
চমৎকার রচিলেন আমার প্রিয় জ্যেষ্ঠ কবি
ভালোবাসা অবিরাম - মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 01 সেপ্টেম্বর 2020 23:40 লিখেছেন ইদি আমিন
অনন্য গাঁথা,,, অনুপম প্রকাশ
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.