এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 02 সেপ্টেম্বর 2020 10:05

না নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                এক শ্রাবণের ভারী বর্ষণমুখর রাতে
কাউনিয়া রেলস্টেশনে গাড়ীর অপেক্ষায়---
আনমনে ভাবছে তরুণ, সোনালী পাতা হাতে।
প্লাটফর্মে চা স্টলের বেঞ্চে বসে কঙ্কালের ছবি 
ট্রেনের অপেক্ষায়, পাটগ্রাম যাবে,
হঠাৎ পিছন থেকে এক মধূর ডাক- কবি।
পিছন ফিরে দেখে এক চঞ্চলা রূপসী তরুণী
সামনে এসে হাস্যোজ্জ্বল মুখে আমার মুখোমুখি
কিরে কবি, কেমন আছিস, তোর চেহারার এ অবস্থা কেন? আমি তোর আদরের কবিতা মুন্নী।
এক নিমিষে এতো প্রশ্ন!
উত্তরে আমি, কে কবি? কিসের কবি, তোমায় চিনি না আমি, আমি কবি না
বুকের মাঝে খুইয়ে খুইয়ে তীব্র ঝড় হলো আরও উষ্ণ।
জানি, তোর আমার উপর ভীষণ রাগ, তীব্রতর অভিমান,
কি করবো মায়ের অসুস্থতার খবর পেয়ে হঠাৎ গেলুম বাড়ি-
তোকে জানাতে পারিনি, সেই রাতে বিয়ে হয়েছে আমার
কবি তুই বল কি করে যোগাযোগ রাখি আর, আমি তরুণী থেকে নারী।
আমি বুকের কষ্ট বুকেই চেপে রেখে মুখ তুলে তাকালেম
তার মুখে দেখি দু'গাল বয়ে ঝরছে অশ্রুজল
বললেম, আমি আপনাকে চিনি না, বুকে তীব্র শূণ্যতা বাড়ালেম।
আমি কিন্তু তোর সিগারেট টানার সেই স্টাইল দেখে দূর থেকেই চিনেছি,
কবি অভিমান করিস নে, আমায় ক্ষমা করে দে
তোর দুলাভাই আমেরিকা থাকেন, আমি থাকি দেশে, আজ আসছে।
আমি ওকে বললেম কিসের ক্ষমা, কাকে ক্ষমা, না না না!
আমি চুপচাপ বেঞ্চে বসে তাকিয়ে মাটি দিকে একটার পর একটা পুড়েছে সোনালী পাতা
ও'যেই এই রাতে ধরতে চাইলো আমার হাত, আমি; না।

আমি শ্রাবণে তীব্র বরষায় গিয়ে দাঁড়ালেম
পিছন থেকে কান্না কন্ঠে শুনলেম, প্লিজ বৃষ্টিতে ভিজো না, লালমনিরহাট যাবো___
স্বামীর বাড়ি, ট্রেনের পু পু শব্দে তার কন্ঠ হারালেম।

০২/০৯/১৬            
            
788 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য