বুধবার, 02 সেপ্টেম্বর 2020 20:43

স্বাধীন ভেবে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ~~স্বাধীন ভেবে~~

ঊনিশশত পাঁচ শুরু হয়
    বঙ্গভঙ্গের সূত্রপাতঃ
সাতচল্লিশ দেখিনি, 
শুনেছি বঙ্গভঙ্গের কথা...
শুনেছি বায়ান্নোর কথা
মাতৃভাষার জন্য দিয়েছে প্রাণ...
মুখোশধারী প্রেতাত্মা শয়তান 
সাবধান...সাবধান...সাবধান।

সচক্ষে দেখেছি ঊনসত্তরের গণঅভ্যুত্থান...
ফিল্ড মার্শাল আইয়ুব খান...
পাকিস্তানি সাধু সশস্ত্র শয়তান!
পরোক্ষভাবে অংশ নিয়েছি
মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে। 
বাংলাদেশের রাজনৈতিক
তথা ঐতিহাসিক মুক্তির সংগ্রাম...
রচিত হয় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 
আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে
সূত্রপাত হয় কঠোর আন্দোলন।

সাতই মার্চের ভাষণে 
মুক্তিযুদ্ধে যোগ দেয় কৃষক-শ্রমিক 
পেশাজীবী মানুষসহ ছাত্র জনতা।
তিরিশ লক্ষ শহীদের তাজা রক্ত...
হাজার হাজার নারীর সম্ভ্রমে
অর্জিত হয় মহান স্বাধীনতা।
ঘটে আইয়ুব খান সরকারের পতন...
বাঙালি সাধ পায় স্বাধীনতার।
এখনও স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা
সদম্ভে ঘুরে বেড়ায় সবর্ত্র।
আসলেই কি আমরা স্বাধীন... 
স্বাধীনতার শৃঙ্খল পরে ঘুরে বেড়াই
নিজেকে স্বাধীন ভেবে! 
____[]___[]___[]___[]___            
            
439 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 02 সেপ্টেম্বর 2020 21:17
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

5 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক qMSrpQsB শুক্রবার, 21 জুলাই 2023 14:00 লিখেছেন qMSrpQsB

    In earlier studies on Kadcyla, it was reported that the chemotherapy medicine maytansine was attached to Herceptin to form Kadcyla how much is viagra at walmart

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 20:37 লিখেছেন ইদি আমিন

    আন্তরিক ধন্যবাদ ও অফুরান শুভ কামনা কবি ফিরোজ মাহমুদ ভাই............ ?

  • মন্তব্যের লিঙ্ক ফিরোজ মাহমুদ রনি বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 15:05 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি

    লেখাটি একবার নয় বারবার পড়লাম
    যতবারই পড়েছি ততবারই প্রসন্ন হয়েছি
    হৃদয় ছুয়ে গেছে প্রতিটি মুহূর্ত
    শরীর লোম গুলো যেন অজান্তেই ফেটিয়ে বেরিয়ে আসতে চাইলো
    মনে হচ্ছিল আমি এক যোদ্ধা হিসেবে যুদ্ধের ময়দানে দাড়িয়ে আছি।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 00:41 লিখেছেন নাজমুল কবির

    দাদাভাই শুভেচ্ছা রইলো নিরন্তর।
    পথচলা হোক মসৃণ।

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন বুধবার, 02 সেপ্টেম্বর 2020 21:47 লিখেছেন ইদি আমিন

    ঐতিহাসিক উপস্থাপনা,,,,,,,,,, অনন্য একটি কবিতা
    দাদাভাই ❤? চমৎকার

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.