এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 02 সেপ্টেম্বর 2020 21:47

সেই দিন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~সেই দিন~~

সবুজ-ধরণীর বুকে জেগে উঠেছিলো সেই দিন
রক্তাক্ত অনেক শক্ত হাত
     যার কোমর ছোঁয়ায়
     জেগেছিলো বুকে সাহস
     সংগ্রামের জন্য
     এগিয়ে যেতে।
আপন করে নেব আমাদের গ্রাম
আর থাকতে হবে না অনাদরে
থাকতে হবে না আর কারো দাশ হয়ে।
     তাই প্রয়োজন হয়েছিলো
     একটি মুক্তি যুদ্ধের 
     ছাব্বিশে মার্চ হতে শুরু হয়েছিলো
     পূর্ববাংলার ঘরে ঘরে।
সেই দিন দেখতে চায়নি, পূর্ববাংলার মানবকূল
    আর বেওয়ারীশ লাশ
   শুধু লাশ বানাতে ইচ্ছে হয়েছিলো
    সকল শত্রুকে।
ঘন কালো অনল বনে
বসে ছিলো না সেই দিন
আমার প্রিয় স্বজনেরা।
সেই দিন কলংকিত হয়েছিলো, বাংলা মায়ের__
শত কন্যা সন্তান
সেই দিন মুক্তির আনন্দোলনে
জীবন দিয়েছে শত শত নর নারী
তাই আজ বড় শান্ত বাংলা আমার।            
            
693 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 00:37
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য