এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 10:23

তুমি ক্ষমা করো না নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যদি না ফিরে আসি 
কখনো তুমি ক্ষমা করো না আর আমায়,
তোমার ভালোবাসা 
পায়ে ঠেলেছি, অবহেলা করেছি তোমায়। 

আমি হ্নীলায় থেকে 
তোমার তোমাদের জন্য দরকারে আসবো না,
তোমাদের জন্য এই
হৃদয় আর কখনো আকুলিবিকুলি করবে না।

রোজ আঁধারে ডুবি
যদি অনিশ্চয়তায় তলিয়ে যাই, 
যদি করোনায় হারি
তবে যেন কিঞ্চিৎ ক্ষমা না পাই।

শঙ্কায় চলি ফিরি
নিলামে তুলেছি তোমার ভবিষ্যৎ, তোমার মমতা, 
তোমার জীবনের 
যে সেক্রিফাইস তার মূল্য পেলে না, সব অযথা। 

তোমার দেওয়া শেষ স্মৃতি
টুকুন নিয়ে আমি প্রতি দিন হাঁটি কতো, লবনের দেশে, 
তোমার দেওয়া শেষ ছোঁয়া
টুকু নিয়ে আঁধার নিশিতে একটু ঘুমাই ক্লান্তির আবেশে। 

ভালো থেকো তুমি 
অফুরান সুখে নিয়ে সোনা মানিক, 
আমি পাহাড় সাগরে 
ভুলে যাওয়া অপরিচিত এক বণিক। 

যে দিতে পারেনি 
শান্তির নিশ্চয়তা তিল পরিমাণ; সুখের দাম,
তারে নিয়ে তোমার 
ভাবনা অযথা টাইম নষ্টের কী আছে দাম?            
            
817 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

7 মন্তব্য