এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 03 সেপ্টেম্বর 2020 23:49

মুখোশ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                মুখোশ 

শান্ত পৃথিবী এত কোলাহল,
ডুবে আছি যেন
এক অনন্ত বিষাদে।
ধূ ধূ বালুচরে বসে
করে চলি স্মৃতিরোমন্থন 
বদলে গেছি আমি,
বদলে গেছে সময়, আর পৃথিবী।
ঠিক সাপের খোলস বদলানোর মত।

সকল আদিমতা বর্বরতা নয়
রাস্তার পাশের বুড়ো বটগাছটা,
প্রহর গুনে শতাব্দি পার হবার
নির্মম অপেক্ষায়।
মুষড়ে পড়ার ভাঁজে ভাঁজে তার;
কত শত কাহিনী ঘুমায়।

বেহালার সুরগুলো আজ
বড় বাজখাই ছন্দে বাজে,
কিশোরী বেলার সানাইয়ের সুর
সে ছিল কিযে মধুর!
মুহুর্মুহু ঢং ঢং শব্দে শোন ঐ
আজ বিষাদের ঘণ্টা বাজে,
চকিতে সজ্ঞা ফিরে পাই।

কি আশায় মিছে স্বপ্ন বোনা!
আশা হারায়, স্বপ্ন ভাঙ্গে,
মানুষ পাল্টে যায়
ষড় ঋতুর মত,
নীল আকাশের মত,
টাকার বাণ্ডিলেের মত,
জাগতিক পাল্টে যাওয়ার পাল্লায় মেতে।

একাকী জীবন কাঁদে হারানোর বেদনায়,
যুগলবন্দী জীবন গান গায়
মিলন মোহনায়,
আমি জানি না কোন সে জীবন
চিরকাল অক্ষয়!

চারদিকে আজ দেখি
মানবতার সে কি হাহাকার!
খাবারের খোঁজে মারামারি,
কুকুর, বিড়াল সবই আজ
হয়েছে বন্যপ্রাণী।

অগনিত এই মানুষের ভিড়ে
আমি খুঁজে ফিরি শুধু আমাকে,
কে সে মানুষ?
আমি, তুমি নাকি সে? 
অমানুষগুলো থাকে যেখানে
অদৃশ্য মুখোশে!            
            
470 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 07 সেপ্টেম্বর 2020 09:28
শেয়ার করুন
মনোয়ারা বেগম

মনোয়ারা বেগম ফরিদপুর জেলার সদরপুর থানার ৩৩ নং ডিগ্রিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম রোকনউদ্দিন খান। ও মিসেস সায়েরা বেগম। দুই ভাই দুই বোনের মাঝে তিনি সকলের বড়। উনার বাবা সেনাবাহিনীতে ই. এম. ই. কোরে চাকুরীরত থাকায় ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন। সেই সুবাদে তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন করার জন্য উনার বাবাকে বিভিন্ন প্রতিকূলতাকে নিজকে মানিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তা এক অবর্ণনীয় ইতিহাস। উনার একক কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি তবে আরশি সাহিত্য গ্রুপে (১) আরশি যৌথকাব্য সংকলন-১ (২) আরশি লিটল ম্যাগ এবং (৩) আরশি যৌথকাব্য সংকলন-২ প্রকাশিত হয়েছে।

মনোয়ারা বেগম এর সর্বশেষ লেখা

3 মন্তব্য