এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:15

আমার দেশের চাষী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমার দেশের চাষী 


আমার দেশে চাষীরা হলো সবার সেরা ধন
বিরামহীন কষ্ট করে বড় তাঁদের মন। 
চাষী ভাইয়ের কাজের মাঝে নেই কোনো হেলা, 
সকাল সন্ধ্যা শস্য বুঁনে কাঁটায় সারা বেলা। 

আমন চাষে বেশি যে লাভ পাবে ভালো ই দাম
বোরো চাষে লাভ কম মানুষ বলে এই নাম। 
হাটবাজারে বিক্রি করে পাবে ন্যায্য দাম, 
সফল হবে পায়েতে ফেলা চাষীর সারা ঘাম। 

কৃষক চাষী ফসল বুঁনে মনের মাঝে আশা
ফসল পাবে ভালো দামে মনে সুখের বাসা। 
অভাব তাঁর থাকবে না যে শান্তি সুখে খাবে, 
ফসল হলে পরিপূর্ণ সব মানুষে পাবে। 

এদের ঘরে অভাব শুরু চোখের কোণে জল 
দুঃখের পথে চলছে এরা মনে হাজার বল। 
কষ্ট করে অনাহারে সে কাঁটায় দিবানিশি, 
চাষীর মতো দেশের মাঝে কে বা আবার ঋষি।

কৃষক চাষা ওরা মানুষ থাকো তাদের পাশে
যতই ঘৃণা করো তাঁদের তাঁরা দেশকে ভালোবাসে। 
চাষীর রোপাশস্য দিয়ে বাঁচে মোদের দেশ, 
চাষী বাঁচলে আমরা বাঁচি নইলে যে সবিশেষ।            
            
519 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 সেপ্টেম্বর 2020 20:23
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য