এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 06 সেপ্টেম্বর 2020 19:30

কী আবৃত্তি করি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি মনের সাথে আজি, করি----
               বোঝাপড়া,
জানি না, কেন দিচ্ছে মোর
                হৃদয় নাড়া।

হেমন্তের এই শেষ বিকালে,
                    কি লেখি--
কী আবৃত্তি করি? এই সন্ধ্যে বেলায়,
রজত জয়ন্তীর এই মেলায়।

সন্ধ্যারাত, গগণ আধাঁর,
স্বাধীনতার মাঠ থেকে,
       কিছুই বুঝা যায় না তার,
চার দিকে লাল-সবুজ বাতি
মনে...এ হয় না অন্ধকার রাতি।

এই মঞ্চে দাঁড়িয়ে, ভয়ে বুক
      কাঁপিতেছে ধুক্ ধুক্।
আপনারাই বলুন---
কি আবৃত্তি করি আমি,
আমি তো আবৃত্তিকার নই, 
পিটু ভাইয়ের মতো।
তাছাড়া আমিতো লিখি না
মতলুদার মতো কবিতা
সনজীবনদার মতো ছড়া। 

বলুন তো, আকাশে বাতাসে আজি
         কিসের কল্লোল,
পঁচিশ বৎসর পরে রজত জয়ন্তী এলো
         দিয়ে আনন্দের দোল !

স্বাধীন বাংলায় থেকে হা হা ক'রে হাসি,
হঠাৎ করে কেন দেয় ঠেলা, সেই ইতিহাস আসি।
এখনও কানে আসে---
কতো মায়ের
কতো বোনের
কতো প্রিয়ার
          কান্নার অট্টরোল !
আমার আবৃত্তি কি ভালো লাগচ্ছে
আপনাদের---
জানি, ভালো লাগচ্ছে না---
ঠিক আছে ভাই, প্রয়োজন নাই
           হট্টগোল !

কী আবৃত্তি করি আমি, বলুন তো,
আমি কী এখানে দাঁড়াবার উপযুক্ত !

অমিতাভ দাস হিমু কিংবা দেবাশিস দাস দেবু দার মতো
আমি নই তো কবি।
আবু জাফর সাবু ভাইয়ের মত
আমি নই তো---
গীতিকার নাট্যকার সাংবাদিক কিংবা কবি।
আমি কী কবিতা লেখতে পারি---
যদিও দুই এক লাইন লিখি
আপনারা বলবেন, কোন কবির--
কবিতার লাইন করেছি চুরি।
লাগচ্ছে লজ্জা---
বুকে হাত রেখে বলছি-
যা লিখি, একান্ত নিজের মত লিখি। 
ভাললাগছে না,
     স্বাধীনতার ইতিহাস এসে
    বুকের মাঁঝে দিচ্ছে নাড়া ! 
কী আবৃত্তি করি---
কী আবৃত্তি করি !
__________________________
১২/১২/১৯৯৬
স্বাধীনতার প্রাঙ্গণ, গাইবান্ধা #            
            
994 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 07 সেপ্টেম্বর 2020 09:46
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য