সোমবার, 07 সেপ্টেম্বর 2020 21:45

নির্জনে নিত্যদিন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ~~নির্জনে নিত্যদিন~~

ঘনঘোর বর্ষার মেঘলা 
আকাশ ছিলো মন, 
বিষণ্ণ বাতাস বইছিলো 
অবিরত ভাবে; 
উৎকণ্ঠার কাঁটায় কণ্টকিত  
মুহূর্তে হঠাৎ.. 
বিদ্যুৎ চমকের মত 
উপস্থিত হলে আলোর 
তরঙ্গ অঙ্গে নিয়ে। 
স্বল্প-সময়ের পরিচয়ে, 
অল্পক্ষণের আলাপেই, 
অনিচ্ছাকৃত কিছু অনুপম ছোঁয়ায়, 
মুঠো মুঠো সুখ ছড়ালে দু'হাতে। 
আকাশ ফর্সা হলো, 
বাতাস নির্মল হলো, 
কষ্টগুলো উবে গেলো 
একের পর এক-উদ্বায়ী 
কর্পূরের মত তোমার 
সাহচর্যে । 
প্রেম পিরীতি ভালোবাসা নয়,
নয় বন্ধুত্বের অচ্যূত বন্ধন, 
তবুও কেনো দোদ্যুল্যমান 
এক প্রচ্ছন্ন বন্ধনে 
দুটি মন একাত্ম হলো 
অনুক্ত উল্লাসে; 
জীবনের অনুচ্ছেদে অঙ্কিত হলো 
অত্যুজ্জ্বল স্মৃতিস্বাক্ষর । 
এ মন ছেড়ে চলে যাবে 
দূরে-দূরান্তরে, 
আবার কোথাও আঁকবে 
এরূপ স্মৃতি-সুন্দর; 
সুধাঘর গড়বে হয়তো 
কোনোখানে । 
আমি নির্জনে নিত্যদিন- 
অদ্যকার অর্জিত স্মৃতিতে বারবার- 
অবগাহন করতেই থাকবো 
একাকী-একাকী ।
||____π[]π____π[]π____||
``````````````````````````````            
            
619 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.