এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2020 11:18

শুভ্র শরৎ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শুভ্র শরৎ 

নীলাকাশের বুকে দেখি
সাদা মেঘের ভেলা, 
দূর গগনে দৃষ্টি কাড়ে
সারাদিন এই খেলা। 

এসেছে শরৎ হিমের পরশ
বইছে হিমেল হাওয়া, 
শিউলি ফোটে নিঝুম রাতে
স্নিগ্ধ সুগন্ধি পাওয়া। 

শিশির ভেজা ঘাসে
শিউলি কুড়ানোর বেলা, 
নীল সাদা মেঘের কোলে
শরৎরাণীর খেলা। 

কাশবনে উঠেছে ঢেউ
পেঁজা মেঘ নীলাকাশে, 
মুখ তুলে দীঘির জলে
পদ্ম কেমন হাসে। 

আকাশ বাতাস শিউলি সুবাস
সবুজ পাতার ঝাঁকে, 
আলোর বেণু ছড়ায় রেণু
মেঘের ফাঁকে ফাঁকে। 

নতুন আনন্দে মাতবে সবাই
ধনী গরীব এক হয়ে, 
অধীর আগ্রহে অপেক্ষায় বসে
বাঙালীর মন চেয়ে।            
            
421 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য