এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 10 সেপ্টেম্বর 2020 03:37

শুভ বরাত নিয়ে এসো '২০

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সুখের বার্তা নিয়ে এসো
ক্যাসিনো এর বাতাসে হারিয়ে না যায় যেন 
সাজানো নক্সায় এক নম্বর অলরাউন্ডার, 
বিশ্বসেরা শিক্ষাগৃহে আবরার'রা যেন বাঁচে
না খায় আর কেউ, মনুষ্যত্ব শিহরিত মার;
না আসে যেন খবর মা বোন ধর্ষিত হবার। 

তুমি এসো হে সেই বরাত নিয়ে
জাগ্রত হবেন সকল মনিষীর দু'চক্ষু মেলিয়া, 
সাদা'কে সাদা দেখা, কালো কে কালো দেখা
এই শক্তি আসুক সব নয়নে চলিয়া। 

তুমি এসো 
মানুষ পোড়া বাতাস নিয়ে নয়,
তাজা রক্তে ঘাস ভিজিয়ে নয়,
মা বোনের সম্ভ্রম হারা চিৎকারে নয়,
শিশুদের আন্দোলনের উপর ট্রাক চাপায় নয়,
রাতের আঁধারে চর দখলে নয়। 

তুমি এসো দিবালোকে 
মানুষের প্রাপ্য সম্মানে,
মানবিকতার জয়গানে। 

শুভ বরাত নিয়ে এসো '২০
এই সবুজ দিগন্তরে, 
বাংলাদেশের মূলমন্ত্র উঠাক নিশান 
বিবেকী সাদা অন্তরে। 

২২/১২/২০১৯
উখিয়া,, কক্সবাজার।            
            
466 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য