এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 10 সেপ্টেম্বর 2020 13:32

অপূর্ণতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অপূর্ণতা

মনের কোণে মেঘ জমেছে
চোখেতে আঁখি কাজল, 
তোমার শূন্যতা মনে ভিড়ে
অপূর্ণ কলসী জল। 

তোমার শূন্যতা আজও আমায়
একলা তাড়িয়ে বেড়ায়, 
রুপোলী আলোয় তোমার স্মৃতি
গাঢ় অন্ধকারে হারায়। 

বেদনা কে ভুলে থাকি
নানা কর্মব্যস্ততায়, 
ছেঁড়া পালের তরী নিয়ে
নোঙর হীন মাঝদরিয়ায়। 

আধার মাঝে স্বপ্ন বাঁচে
ইচ্ছেরা ডানা মেলে, 
পূর্ণতাতেও শূন্য লাগে
তুমি চলে গেলে।

করেছে মোরে বড় একা
আজ তোমার শূন্যতা, 
আসবে যেদিন আবার ফিরে
পূর্ণ হবে অপূর্ণতা।
[]___π[]π___π[]π___[]            
            
610 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 সেপ্টেম্বর 2020 09:34
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

5 মন্তব্য