এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 11 সেপ্টেম্বর 2020 03:10

ঘুম আর জোছনায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ঘুমেই হাসে হিয়ারও চাঁদমুখ
দেখে দেখে নেইই আমি সুখ
নিঃশ্বাসে প্রেয়সী উন্নত বুকে
অমৃত সুখে কাঁপে ধুকধুকে। 

ঘুম আর জোছনায় প্রেয়সী
লাগছে পরীর মতো রূপসী
মুখে লাগা মিষ্টি অম্লান হাসি 
ঘুমাও প্রিয়া খুব ভালোবাসি।

ভাঙ্গা ঘরে চাঁদের তো আলো
রাজলক্ষ্মীকে লাগছে ভালো
কুঠিরে আঁধারে নামে কালো
হিয়ার হাসিমুখ সুখের আলো। 

ঘুমাক, ভরা জোছনায় দেখি 
পিয়ারীর নিষ্পাপ ছবি আঁকি
জোছনা ও ঘুমের কাব্য মাখি
শেষে অমৃত দান, নয় ফাঁকি।

ভাঙ্গাচালায় ঘুমে আছে সখী 
সেতো আমারও পরাণ পাখী 
রোজনিশি নেশা মিটায় আঁখি
কাটুক জীবনের যে পথ বাকী। 
[]___π[]π___π[]π___[]
২৪/০৩/২০১৮
পূর্বপাড়া,, গাইবান্ধা  #            
            
463 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 সেপ্টেম্বর 2020 09:19
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

6 মন্তব্য