শুক্রবার, 11 সেপ্টেম্বর 2020 16:56

বলো যুদ্ধে যাবো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ~~বলো যুদ্ধে যাবো~~

মিয়ানমারে
  কেনো মারে
     রোহিঙ্গা মুসলমান
করে জবাই
  আল্লার দোহাই
     করো তাদের আসান।

আল্লাহ জানে
  সকল মানে
     নাফ নদী রক্ত লাল
বিশ্ব বিবেক
   দেখছি অনেক
      মুসলিম নাজেহাল।

মায়ের বুকে
   করুণ শোকে
      স্তনের দুধ করছে পান
অবুঝ শিশু
   দেখে যিশু
      মায়ের দেহ নিষ্প্রাণ।

হায়রে মানুষ
   রঙিন ফানুস
      নৃত্যে নৃত্যে দুলছো
বেঙের মতো
   ছাতার মতো
      কেনো তোমরা ফুলছো।

চালাও গুলি
  মধুর বুলি
     মুখে তোমরা আওরাও
মরছে মানুষ
   নেই কোনো হুশ
      তোমরা দেখি ভাওরাও।

ওগো আল্লাহ
   তুমি যাল্লাহ 
      একটু ফিরে তাকাও
তুমি অসীম
   তুমি সসীম
       মশক তুমি পাঠাও।

আর কতকাল
   দেখবো এ হাল
       কিছু করে দেখাও 
তা না হলে
   দাবানলে
       সবাইকে তুলে নাও।

সুচীর নোবেল
   হয় যেনো ফেল 
       তাকে তুমি পাকড়াও
মুসলিম বিশ্ব
   কেনো নিঃস্ব
      সে কথাটি জানাও।

মরবো না আর
   মারবো এবার
     পারবো ডাণ্ডাবেড়ি 
ঝরবে অসি
   চলবে মসি
      হবো সেই কাণ্ডারি।

দেখবি তোরা
   পরশি মোরা
      দেখাবো বাহুবল
পেশি শক্তি 
   দেখবি ভক্তি
     জ্বালাবো দাবানল।

মুসলিম জোয়ান
    হও আগুয়ান
       যেতে হবে যুদ্ধে 
মরলে মরো 
   নইলে মারো
      আছি আমি ক্রুদ্ধে।

সবাই বলো
   সবাই চলো
       চলো মিয়ানমারে
সুচীর মাথায়
    সুচীর থোতায়
       কেমন জোরে মারে।

ওহে জোয়ান
    হও আগুয়ান
        বলো যুদ্ধে যাবো
সুচীর মাথা 
    লতাপাতা
        সব চিবিয়ে খাবো।

    একটু তোমরা ভাবো
     বলো যুদ্ধে যাবো।
[]____π[]π____π[]π____[]
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°            
            
537 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 12 সেপ্টেম্বর 2020 09:41
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « সুখের আশা সেই শেষ পথে »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.