শনিবার, 07 মার্চ 2015 19:25

জাগরণের কন্ঠ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জেগে ওঠো তোমরা , 
সময় এসেছে আজ জাগতে হবে তোমাদের।
তোমারা দিতে পা্রো শক্তি তোমারাই নিয়ে আসো মুক্তি,
ভেঙ্গে শোষণের শিকল ।
খুলে দাও আজ খুলে দাও,
মূখের তালা, যারা করেছে তোমাদের শোষণ ,
বানিয়েছে ভোগের পন্য,
আজ খুঁজে নাও তাদের করে তন্ন তন্ন ।
কোমল কন্ঠে তোমারা যে নারী
শক্ত হাতে তোমরাই প্রতিবাদী ।
তবে দেরি কেনো !  
জানিয়ে দাও আজ বিশ্ব মাতাকে !!
তোমাদেরো আছে মুক্তি,
আছে স্বাধীনতার অধিকার ।
তোমাদের কন্ঠে সুর তুলে কর পারাপার 
যারা পড়ে আছে এখনো বাঁধার শৃঙ্খলে
মরছে ধুঁকে ধুঁকে পুড়ছে বন্দিশালায় ,
হৃদয়ের জ্বালানো দাবানলে ।
যারা এখনো হয়ে আছে অসহায় ,
তুলে নাও তাদের তোমাদের সাথে,
মুক্তির পথে থাকবে কেনো অন্যায় ।
মুক্তির কন্ঠ তোমাদের হাতে,
সকলের শক্তিতে হবে পারাপার।
তবে তুলে নাও হাতে বাতি
জ্বেলে দাও জীবনের প্রদীপ নতুন করে আবার । 



742 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 08 মার্চ 2015 02:19
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.