এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 12 সেপ্টেম্বর 2020 02:47

সকল শূন্যতা আমার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সকল শূন্যতা আমার

যদিও 
আমার রক্তের অংশে হয়েছে
অনেকটা ক্ষত,
তবুও 
এই কৃপণ বুকের ভেতর 
রক্তক্ষরণ অনবরত। 

জানি 
শরীরে অংশ মমতাবিহীন 
হাহাকার, 
তবে কি
জঙ্গলি মানুষ 
আমি সীমার? 

দেখি
জমানো, তৃষ্ণার্ত স্নেহ কালে কালে 
মরুর তেপান্তর,
চূড়ান্তে
অসামাজিক আজীব 
শূন্যের ভেতর জীবনভর। 

সফলতা বিহীন সকল ব্যর্থতা আমার। 
সঞ্চয় বিহীন সকল শূন্যতা আমার। 
[]___π[]π____π[]π____[]
০৭/০৫/২০২০
পূর্ব পাড়া,, গাইবান্ধা।            
            
788 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 12 সেপ্টেম্বর 2020 10:01
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

5 মন্তব্য