অতীতের জলছাপ জীবন জ্বলে... জীবন্ত আগ্নেয়গিরি'র মত, ফল্গুধারা লাভায় পোড়ে লালিত বাসনার ক্ষেত; অকাল বৈধব্যের জ্বালার মত-অদৃশ্য জ্বালায় ধিকিধিকি জ্বলে সন্ন্যাসী মন। যে জলে স্নাত হয়ে জুড়াত জীবন, যে আঁচলতলে খুঁজে পেতো মন নানা রঙের ছায়া; নিকট অতীতে যে ছিল অমূল্য আপন, বর্তমানের আকাশে সে অমাবস্যার চাঁদ । কণ্টকিত পথে কে বাড়ায় পা, কে গড়ে নিবাস আগুনের জমিনে! জীবনের সংজ্ঞা বদলে গেলে অকস্মাৎ, কে বাঁচতে পারে বিরুদ্ধ বাতাসে? কেউই পারে না মুছতে অতীতের জলছাপ । \_____/\_____/\____/
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা
প্রকাশ চন্দ্র
প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।
প্রকাশ চন্দ্র এর সর্বশেষ লেখা
3 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 18 নভেম্বর 2023 01:05 লিখেছেন exellamug
11 Fractures protocol specified sites 92 1 76 1 3 cheapest cialis online
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 13 সেপ্টেম্বর 2020 10:02 লিখেছেন নাজমুল কবির
চমৎকার একটা কবিতা।
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 12 সেপ্টেম্বর 2020 23:58 লিখেছেন ইদি আমিন
অনন্য প্রকাশ কবি,,,, চমৎকার লিখেছেন
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.