সোমবার, 14 সেপ্টেম্বর 2020 22:05

বঙ্গবন্ধু নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                বঙ্গবন্ধু
                 
তখন আমি অনেক ছোট
মায়ের গল্পে শুনি,
বঙ্গে পাঠায় মহান খোদা
এক মহাবীর গুণী৷

পরের ব্যাথায় কাঁদে তিঁনি
মাথে বুলায় হাত,
অন্যায় জুলুম যেথা দেখে
করে যায় প্রতিঘাত৷

বিলিয়ে দিল সারাটি জীবন
ভেবে মানুষের কথা,
ধর্মের রেষ ভুলায়ে আনে
ভ্রাতৃত্বের মিষ্টি সমতা৷

শ্রদ্ধা ভরে সবাই ডাকিল
বঙ্গের বন্ধু যে তুমি,
তমঃব্যোমে উদিত সূর্য্য
বঙ্গের পদ চুমি৷

তাঁর হাঁকেতে রাবনের রাজ্য
কেঁপে ওঠে হরদম,
বুলেট বোমা কামান মৃত্যু
ভয় করে'নি একদম৷

প্রতিরোধ গড়তে যখন বন্ধু
খুলে মুখের বাক্,
অস্ত্র বিহীন যুদ্ধে তৈরী
কোটি জনতার ঝাঁক৷

পরাধীনতার শিকল মুক্ত
নতুন পতাকার দেশ,
পনেরো আগষ্ট দানবের দল
পিতাকে করলো শেষ৷

পিতা হারা বঙ্গের জাতি
পারে'নি নিতে শ্বাস,
ক্ষমতা লোভী দেশের শত্রু
আসন করে যে গ্রাস৷

আজো ভুলে,নি বঙ্গের জনতা
পিতা হত্যার শোক,
প্রতিটি হৃদয়ে জাগ্রত মুজিব
গর্বিত বাংলার মুখ৷            
            
522 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 14 সেপ্টেম্বর 2020 22:06
শেয়ার করুন
এম.এ. কাইয়ুম

এম.এ. কাইয়ুম ১৯৭২ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ৩নং মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রাশিদ আলী ও মাতা মরহুমা সোনাবান বিবি৷ তাঁর প্রকাশিত বই প্রায় সাতটি (১) হৃদয়ে রাখিবো ডোর (২) অম্লান মুজিব (৩) যেওনা দক্ষিণা দ্বারে ইত্যাদি৷ তিনি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন।

এই বিভাগে আরো: « সেই জগতে দেশটা গড়ি »

4 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক JRuHZO শনিবার, 22 জুলাই 2023 14:02 লিখেছেন JRuHZO

    Indicaciones diurГ©tico, edema, insuficiencia renal, cuando insuficiencia la furosemida PROTEGE DE HIPOPOTASEMIA FГіrmula gramaje Bumetanida 1 mg PresentaciГіn Precio Dosis NORMAL tabletas caja x 20 76 cialis via michelin levitra Most SERM s have the ability to stimulate natural testosterone production, specifically enhance the release of Luteinizing Hormone LH and Follicle Stimulating Hormone FSH

  • মন্তব্যের লিঙ্ক ফিরোজ মাহমুদ রনি মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 15:16 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি

    অসাধারণ শব্দচয়নে চমৎকার লিখেছেন।
    মুগ্ধতা একরাশ কব।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 10:46 লিখেছেন নাজমুল কবির

    মাত্রা কম বেশি আছে তবে পরিপূর্ণ অন আছে। ব্যথা বানানটা দেখেনেবেন।

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন সোমবার, 14 সেপ্টেম্বর 2020 22:32 লিখেছেন ইদি আমিন

    অসাধারণ প্রকাশ কবি,,,, চমৎকার

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.