মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 01:07

দেশটা গড়ি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                দেশটা গড়ি

তিলে তিলে 
  সবাই মিলে 
    এক মিছিলে 
       সামনে এলে- 
বিভেদ ভুলে 
  সকল ফেলে 
     একই তালে 
        পা বাড়ালে, 
সবাই পরে 
  দেশের তরে 
     সোহাগ ভরে 
        যতন করে
সমান তালে 
  হাত বাড়ালে 
     সোনার ছেলে 
        কোথায় মেলে?
আশার প্রদীপ 
  জ্বালারে দ্বীপ 
     আঁধারে দীপ 
       জ্বলবে প্রদীপ।
সোনার দেশে 
  আবার হেসে  
      ধরবে শেষে
         যুবক বেশে
সমাজপতি 
  মতিগতি 
    অরুন্ধতী 
      মাররে লাথি। 
দেশটা নিয়ে 
  ভাবুন গিয়ে 
    হলফ দিয়ে 
       দেশটা গড়ুন- 
তা না হলে 
  জোয়ার জলে 
     অতল তলে 
        ডুবে মরুন।
আজকে ভাবি 
  কাল কী খাবি 
     জোগাড় করো 
        আছে যতো 
সবাই আসুন 
  ভালোবাসুন 
     দেশটা গড়ি 
        নিজের মতো।
[]___/[]\___/[]\___[]            
            
584 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 16 সেপ্টেম্বর 2020 20:02
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

6 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক grooftmok বুধবার, 24 জুলাই 2024 17:23 লিখেছেন grooftmok

    Effects of Nigella sativa and its major constituent, thymoquinone on sciatic nerves in experimental diabetic neuropathy comprare cialis online Therefore, the conclusions from this study are not definitive but indicative, and these findings need to be confirmed by a large cohort study

  • মন্তব্যের লিঙ্ক xUFzsMKS শুক্রবার, 28 জুলাই 2023 00:12 লিখেছেন xUFzsMKS

    lowest price propecia hair In a retrospective uncontrolled trial of 13 young infertile men with profound hypogonadotropic hypogonadism, HCG was used to induce and maintain spermatogenesis by increasing intra testicular testosterone production

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বুধবার, 16 সেপ্টেম্বর 2020 20:05 লিখেছেন নাজমুল কবির

    ইদি আমিন দাদা ভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 16:30 লিখেছেন ইদি আমিন

    অসামান্য,,, অসাধারণ প্রকাশ কবি দাদু,,,, অপূর্বমুগ্ধতা

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 16:08 লিখেছেন নাজমুল কবির

    ধন্যবাদ রইল অফুরন্ত দাদা ভাই।

  • মন্তব্যের লিঙ্ক ফিরোজ মাহমুদ রনি মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 15:14 লিখেছেন ফিরোজ মাহমুদ রনি

    অনিন্দ্যসুন্দর কাব্যানুভূতির মনোমুগ্ধকর প্রকাশ করেছেন প্রিয় কবি দাদু। প্রাণোচ্ছল উপস্থাপনা বলা যায়। একরাশ মুগ্ধতা নিয়ে গেলাম। শুভকামনা রইলো সব সময়।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.