এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2020 20:05

নারীকে চেনা দায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নারীকে চেনা দায়   



নারী হলো নানা রূপি মনে ভরা ছল
কথায় কথায় ফেলে তাঁরা শুধুই চোখের জল, 
অত সহজ নয়তো চেনা নারীরও মন
মনে রেখো মনটা ওদের গভীর কোন বন। 

নারীর মনটা রহস্যময় বুঝা বড় দায় 
ক্ষণে নীল ক্ষণে শাদা অভ্র রূপে যায়, 
মায়ের মনটা কোমল অতি বউয়ের পাথর হয়
মেয়ের মনটা মায়া ভরা বোনের কাতর রয়। 

নারীই পারে ঘর সাজাতে নারীই ঘরের সুখ
নারীর মনে ব্যথা দিলে নেমে আসে দুখ, 
হাসতে পারে কাঁদতে পারে তবু থাকে চুপ 
নারী পারে ভালোবাসতে নারীই লক্ষ্মীর রূপ।            
            
457 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 16 সেপ্টেম্বর 2020 20:55
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য