বুধবার, 16 সেপ্টেম্বর 2020 16:46

নস্টালজিয়ার গল্প নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                নস্টালজিয়ার গল্প
============
একটা সময় নেট ছিলো না,
ফেইসবুক, কল, চ্যাট ছিলো না,
আকাশ ছোঁয়া ফ্ল্যাট ছিলো না,
এলসিডি লাইট, ল্যাম্প ছিলো না,
অ্যাপাচি পাল-সার ছিলো না,
রুদ্ধ- শ্বাস দৌড় ছিলো না,
টিভিতে ডিশ লাইন ছিলো না,
ডিভিডি, এমপি3 ছিলো না,
হটডগ- বারগার ছিলো না,
কানেতে এফ এম ছিলো না,
ফল খাবারে বিষ ছিলো না,
অল্প জ্বরেও “ইশ্‌” ছিলো না...

তখন অনেক জমাট বাঁধা আবেগ ছিল...

সলতে ডুবা কেরোসিনের
নিভু নিভু প্রদীপ ছিল,
হারিকেনের চিমনিটাতে
চারকোনা এক কাগজ ছিল,
সেই কাগজের পোড়া বুকে
কালোর আলো-আশা ছিল,
জোছনা রাতে উঠোন জুড়ে
খালি গলায় দরাজ সুরে
বাউল জারি সারি ছিল,
সাদা কালো বিটিভিতে
বাঁশের মাথার অ্যান্টেনাতে
ছবি দেখায় তৃপ্তি ছিল,
একলা অলস দুপুর বেলায়
রেডিওতে উদাস গলায়
গানের ডালী, গল্প ছিল,
হৃদয় ছোঁয়া অনেক দামে
ডাক পিওনের হলুদ খামে
আপন জনের চিঠি ছিল,
ঢেউ দোলানো টিনের চালে
উল্টে রাখা নাও এর 'খোল' এ
আলকাত্রার গন্ধ ছিল,
শাপলা শালুক ঝিলের জলে
কাদায় মেখে সদলবলে
ডুব সাঁতারের পুকুর ছিল,
সবুজ ঘাসের মাঠের খেলায়
সকাল দুপুর বিকেল বেলায়
ক্লান্তিগুলোয় শান্তি ছিল,
ঝাল মরিচে জামের বাটির
পোকায় খাওয়া আমের আঁটির
কনুই চুঁয়া তৃপ্তি ছিল...

হ্যা,

তখন অনেক অভাব ছিল,
পাতে মরিচ পান্তা ছিল,
কেউ ক’বেলা উপোস ছিল,
কাজে কষ্ট ক্লান্তি ছিল,
কিছু ভুল আর ভ্রান্তি ছিল...

তবু,
কেমন যেন শান্তি ছিল,
জীবন জুড়ে স্বস্তি ছিল,
আলমারির গভীর তাক-এ
খুব যতনে লুকিয়ে রাখা
মায়ের তোলা খাবার ছিল,
অনেক দিনের না দেখা চোখ
আপন হারা শুন্য এ বুক
সন্তান কে কাছে পেয়ে
ভালবাসায় উদার ছিল,
কলসি ভরা কল তোলা জল
গন্ধ ভরা মায়ের আঁচল
ধোয়া মুখটা মুছতে গিয়ে 
হৃদয় ভরা তৃপ্তি ছিল,

তখন নিখাদ শান্তি ছিল,
মনে সুখের ভক্তি ছিল...
বুকের ভিতর স্বস্তি ছিল...
_________________
তানভীর মুছলিমী রামেন, ১৫/১১/২০১৪            
            
514 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 16 সেপ্টেম্বর 2020 20:12
শেয়ার করুন

তানভীর মুছলিমী রামেন এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « পুনরায় মিল বড় ভাই »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.