উদাস মন মো.শামীম হোসেন পুব আকাশে রবি হাসে দেখে ভরে আমার মন, চারিদিকে আলোকিত শিশির ভেজা সবুজ বন। ভাটিয়ালি গানের সুরে মাঝি ভাই পাল তুলেছে, নৌকা চলে ছলাৎ ছলাৎ মনের কথা ভুলেছে। দোলনচাঁপা চামেলি জু্ঁই বাগান ভরে ফুটেছে, ফুলের হাসি দেখে আমার মনের আঁধার টুটেছে। পরাণ মাঝি বাইছে তরী মনের ব্যথা সরিয়ে, নদীর পানি বন্ধুর মতো বুকে রাখে জড়িয়ে। গাছের ডালে পাখি বসে মনের সুখে গাইছে গান, হৃদয় আমার যায় হারিয়ে দখিন হাওয়ায় উদাস প্রাণ।

মো.শামীম হোসেন
মো.শামীম হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার মাহান পাড়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাফিজুল ইসলাম এবং মাতা মোছা.শরিফা বেগম। তাঁরা তিন ভাই এবং তিনি সকলের বড়। তিনি দেওয়ান হাট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় জি.পি.এ.৫ পেয়ে উত্তীর্ণ হন এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন।শৈশবকাল থেকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি গভীর অনুরাগের কারণে তিনি সাহিত্য রচনা শুরু করেন। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন "স্পন্দন" নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য ছড়া ও কবিতার মধ্যে রয়েছে খোকার আবদার, হ-য-ব-র-ল, ধর্মের মিলন, কাম-মুক্তি, অনন্ত প্রেম, সুখের খোঁজে, বাংলার মুজিব, জীবনের গান ইত্যাদি। কারমাইকেল কলেজ কর্তৃক আয়োজিত 'সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ' এ সাহিত্যালোচনা প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি কারমাইকেল কলেজ, রংপুর-এ বি.এ.(সম্মান), বাংলা বিভাগে অধ্যয়নরত।
মো.শামীম হোসেন এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 07 জুলাই 2023 02:05 লিখেছেন zWGZrYI
sales viagra Increased acne Excess hair growth Oilier skin Deepening of the voice Other rare side effects include Jaundice Reduction in HDL C good cholesterol Fluid retention Ravenous hunger
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 18 সেপ্টেম্বর 2020 05:32 লিখেছেন ইদি আমিন
বেশ অপূর্ব
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.