এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 18 সেপ্টেম্বর 2020 07:07

বীর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                এই শিশুই হবেই বড় বীর
আকাশ ছোঁবেন উচ্চ শির,
সূচির শান্তির রক্ত তকমা
ভেঙ্গে গুড়ে করবে চৌচির! 

কতো জংগল ভূমি পর্বত-
রক্ত কাদা পাড়ি দুই পায়ে,
জীবিত জীবন নিয়ে যুদ্ধে
জয় জয় শ্বাস দুই ভাইয়ে। 

যদি থাকে পাশাপাশি ভাই
অরণ্যেও বাঘ মারা চাই, 
আর তো সূচি ন্যাড়ি কুত্তী
তোদের বাচার উপায় নাই। 

শিশু সহোদরের বাঁচাল প্রাণ 
দেখ মানবতা হয়ে অবাক ! 
সূচি শীঘ্র তোর রক্তখেলা শেষ
ওআইসি তুই চোখ বেঁধে থাক! 

১৫/০৯/১৭
গাইবান্ধা।            
            
811 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য