শুক্রবার, 18 সেপ্টেম্বর 2020 11:57

কাব্য ছাপা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কাব্য ছাপা

  কবি তার ঝুলি টার
  বের করে বারবার
গায়ে তার লেগে আছে ময়লা
  টাকা নেই ছাপা নেই
  মামা নেই জামা নেই
দাঁতগুলো দেখি তার কয়লা।

  ঝুলিটারে বারে বার
  বের করে ফের আবার
কবে বই ছাপা হয়ে আসবে 
  প্রকাশক কানা বক
  বলে বেশ টাকা লাগবে।

  কবিতার ঝুলিটার
  মনে ভয় জাগে তার
মনে মনে জাগে কতো খটকা
  ঝুলিটারে ছুঁড়ে মারে
  প্রকাশকের পায়ের ধারে
প্রকাশকের কাঁধে এটা লটকা।

  মাগনাতে প্রকাশক
  পেয়ে গেলো ঝুলিতক
এবারে কাব্যটা হয়েছে ছাপা
  মনভোলা কবি সাব
  করে শুধু অভিশাপ
প্রকাশক হয়ে গেছে মাপা।

  নিজ নামে প্রকাশক
  বের করে বাকি সব
জোর করে বই দেয় গিলিয়ে
  তারপর চুপিসারে 
  গোটা দুই হামি মারে
মানুষের কাছে দেয় বিলিয়ে।

  হোক ছাপা কাবিতাটি
  কাব্যটা ফাটাফাটি
প্রকাশকের মুখে পড়ে চুনকালি
  তাই দেখে কবি সব
  করে যায় কলরব
প্রকাশকের মাথায় দেয় ডিম ঢালি।
   তারপর নাট্যটি 
  ছাপা হয় কাব্যটি।
[]___π[]π___π[]π___[]
(দ্রোহের অগ্নি-৪৪)            
            
481 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 18 সেপ্টেম্বর 2020 12:30
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « বীর আমার ভালোবাসা »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক BEFGpt শনিবার, 15 জুলাই 2023 17:37 লিখেছেন BEFGpt

    High Fiber Fish Food Source AAP Premium Custom Fish Food; by Fish Feeding Guru Clay Neighbors Be careful of live fish food sources that may carry in Aeromonas or other bacterial heterotrophs buy cialis professional 67 The median time to development is 1 year, and healing always takes place over the ensuing several months

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.