"আদর্শ জীবন" একদিন তোমার মাটির দেহ হবে মাটি, অন্ধকার সেই কবর হবে আপন ঘাটি। মাত্র সাড়ে তিন হাত সেই মাটির ঘরে, নিথর সেই দেহটা তোমার রবে পরে। টাকা পয়সা তোমার সাথে নাহি যাবে, শুধু আমলনামা তোমার সঙ্গে পাবে। মিথ্যে এই ধন সম্পদের কর না বড়াই, আল-কুরআন সেইদিন করবে লড়াই। রাসূলের সাফায়েতটা সেইদিন পেতে, নাও এই দ্বীন ইসলামকে বুকে গেঁথে। একাকি ঘরে তোমার থাকবে না স্বজন, পাপ পূণ্যের হিসেব করে দেখ হে মন। মিথ্যে এই দুনিয়াটার মোহে পরিয়া, সঠিক ও সরল পথ যেও না ভুলিয়া। সে জান্নাতকে পেতে মন আপন করে, সঠিক আদর্শে যাও জীবনটাকে গড়ে। ====================== [রচনাকালঃ ১১/০৮/২০১৭ ইং] কানিহারী, আহাম্মদাবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।

শেখ মুহাম্মদ সোহেল রানা
শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।
শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 18 জুন 2023 01:05 লিখেছেন plosiny
As a matter of fact, those who run blood work will notice that cardarine will magically aid with lipid strain, and their cholesterol levels will improve substantially viagra jokes Immunotherapies with T cells engineered to recognize cancer cells via bispecific antibodies bsAbs or chimeric antigen receptors CARs are approaches with potential to ablate both dividing and non slow dividing subpopulations of cancer cells
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 20 সেপ্টেম্বর 2020 21:36 লিখেছেন ইদি আমিন
চমৎকার রচিলেন কবি
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 20 সেপ্টেম্বর 2020 21:29 লিখেছেন নাজমুল কবির
বানানে কিছু সমস্যা আছে। ঠিক করা প্রয়োজন। ধন্যবাদ রইল অফুরন্ত।
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 20 সেপ্টেম্বর 2020 19:53 লিখেছেন সোহাগ বিশ্বাস
ভুল ত্রুটি থাকলে সংশোধন বার্তা দিবেন।সবাইকে ধন্যবাদ
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.