মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2020 07:35

ওরে বাজান

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ওরে বাজান শুনে আজান
শুয়ে রইলি ঘোর নিদে
সফলতা দিবেন মাবুদ
যাওনা কেন মসজিদে।

খোদার ডাকে নাই যে সাড়া
কেমনে বলো হবি পাড়
পাড় ঘাটাতে বসে তুমি
দেখবে চোখে অন্ধকার।

হেসে খেলে ডানা মেলে
দিন কি যাবে এমনি তোর
হেলায় হেলায় যাবে বেলা
দেখবি না আর রঙিন ভোর।

পশ্চিমে যেই ডুববে বেলা
সাঙ্গ হবে ভবের খেলা
ভবের খেলায় মজলে পরে
কাঁদতে হবে জীবন ভরে।

কুজন বনে সুজন মাঝি
হও না তুমি স্বভাবে
একাল ওকাল থাকবি ভাল
পড়বি না আর অভাবে।

-----------            
            
489 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « উদাস কবি শরৎ এলো »

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক dGTIpNkeq শুক্রবার, 28 জুলাই 2023 20:00 লিখেছেন dGTIpNkeq

    03 ER and PR subtype 1749 1073 280 174 222 Adjusted Hazard Ratio 95 CI f 0 cialis online without In the SKOV3 TR model, there was a significant decrease in body weight of control untreated tumor bearing animals from 29

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2020 13:14 লিখেছেন ইদি আমিন

    অনন্য প্রকাশ কবি প্রিয়,,,, চমৎকার লিখেছেন

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.