শুক্রবার, 25 সেপ্টেম্বর 2020 20:24

চলে যাচ্ছে সে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                চলে যাচ্ছে সে

চলে যায় সে চলে যায়,
আমি অপেক্ষায় থাকি, 
অপলক চোখে চেয়ে চেয়ে 
দেখি; 
একবার যদি সে ফিরে চায়।
ফিরে তাকায় না সে, 
থমকে দাঁড়ায় না একটিবার; 
আমার অপেক্ষার মাথায় 
ঝাঁটা মেরে- 
জীবনের পিঠে পদচ্ছাপ ফেলে, 
চলে যায় সে চলে যায়। 
আমি কাঁদি, 
আমার বাল্য কৈশোর, 
যৌবন কাঁদে অব্যক্ত বেদনায়; 
তবুও ফিরে না সে! 
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 
সময় গুনে গুনে, 
দিনে-রাতে পা ফেলে ফেলে, 
চলে যাচ্ছে সে ক্রমশ, 
অপ্রতিরোধ্য গতিতে; 
একান্ত আপন আর দুর্নিবার 
বয়স আমার চলে যায়!
   ==============
রচনাকাল: রাত ১০:০৭ মি: 
সোমবার ০৮,০৬,২০২০            
            
418 বার পড়া হয়েছে
শেয়ার করুন
প্রকাশ চন্দ্র

প্রকাশ চন্দ্র জন্ম ১৯৬২ ইং ৪ঠা ডিসেম্বর । নিজস্ব চেম্বার "হোমিও প্রাকটিস সেণ্টার" (প্রধান চিকিৎসক) পিতা মৃত যোগেন্দ্র নাথ রায় । মাতা মৃত শৈলেশ্বরী দেবী রায় । তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্ব কনিষ্ঠ। ১৯৮২ সালে রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডি.এইচ.এম.এস. ডিগ্রী অর্জন করেন । এক ছেলে, প্রেমপ্রদত্ত রায় এবং এক মেয়ে প্রীতিপ্রভা রায়। স্ত্রী চামেলী রাণী রায়, কিণ্ডারগার্ডেন স্কুলের টিচার ।

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.