এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 26 সেপ্টেম্বর 2020 22:49

মায়া ভরা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                মায়া ভরা 

ভোর বেলা করে খেলা,
   মধুমতী গায় গান
সুর তুলে দূরে চলে,
   মায়া ভরা কলতান, 
      মায়াবতী মায়া ছলে,
      ফুলে ফুলে মধু ঢলে, 
সুখ পাখি দলে দলে,
   মন ঘেঁষে মারে টান,
লুকোচুরি করে ভবে, 
   কায়া দেখে বাড়ে মান।

মন পাখি হেলেদুলে,
   রঙ মাখা নিয়ে ধন,
বেলা শেষে যায় ফিরে,
   নিজ দেশে নিয়ে মন,
      রঙ মেখে যার সনে,
      বাসা বাঁধে তার মনে,
রঙধনু রঙ ধনে,
   পথ চলে নিজ মতে,
সুখ পাখি যায় হেসে,
    নিয়ে আশা নিজ রথে।

রঙ মাখা রঙ দেখে,
   যায় মন ভরে দম, 
স্বাদ গুলো চোখ ভরে,
   আরো স্বাদ খোঁজে মম,
      মিছামিছি মায়া গড়া, 
      সুখ তরে আধা মরা,
খেলা টুটে বেলা ধরা,
   হবে পাখি নিজ হারা,
শেষ দিনে শতো ঋণে,
   হবে পাখি সাথী ছাড়া। 

মায়া ভরা মোহ খানি,
   যায় ভুলা কভু স্বাদ,
রূপে গুণে ভরা ধরা,
   বেঁধে আছে কতো ফাঁদ,
      হরদমে--চলে গাড়ি, 
      মধু ভরা রসো হাঁড়ি, 
মন টানে ধনে কাঁড়ি,
   মায়া খানি যাবে ছাড়ি,
সব আশা মিছে হবে,
   নয়া বাসা হবে বাড়ি।

[]___π[]π___π[]π___[]
বিরিলিক মাত্রাঃ
কখ কখ-গগ-কখ কখ।            
            
451 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 সেপ্টেম্বর 2020 09:49
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

6 মন্তব্য