এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 27 সেপ্টেম্বর 2020 10:58

কবির কলম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                কবির কলম  


কলম একদিন চলতো স্বাধীন নিজ ক্ষমতার বলে
এখন কিছু লিখতে গেলে অন্যের ইচ্ছায় চলে, 
ভয় দেখিয়ে লেখায় তাঁরা যেমন খুশি করে
দূরের থেকে অদৃশ এক বন্দুক পিছু ধরে। 

জ্ঞানীলোকে পায় না কদর অসভ্যদের ভীড়ে
ব-কলমে সমাজ লুটে সভ্যরা সব নীড়ে, 
ছল-চাতুরী করে বেড়ায় যতো মুর্খের দলে
সত্যটাকে মিথ্যা বানায় অযৌক্তিক সব বলে। 

কলম চালায় মানুষ নামে অমানুষের দলে
তাইতো দেখি কলম এখন টাকায় কথা বলে, 
এখন দেখি টাকার পেছনে কলম বিকায় নীতি 
কলম আর নাইতো এখন কলম স্বজন প্রীতি। 

সমাজের সব ভালো মন্দ কলম লিখে যাবে
তবেই তখন কবির কলম যোগ্য সন্মান পাবে, 
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যদি কবি করে 
এই সমাজের সবই তখন আঁধারে পড়ে। 

কাজী সাহেব রবি ঠাকুর চারণ কবি কতো
মাথা তুলে বলেছিলেন হবে না কেউ নত, 
আজকে কবির লেখনীকে আগুন হতে হবে 
জগতে আসল সত্য তবেই পুনঃ রবে।            
            
1021 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 সেপ্টেম্বর 2020 18:09
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

6 মন্তব্য