মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2020 09:27

শেষ আশ্রয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শেষ আশ্রয় হলো মসজিদ 
শেষ ঠিকানা হলো গোর ,
মোয়াজ্জেমের ডাকে অভাগা ওরে 
ঘুম ভাঙে না কেন তোর ?
ছিঁড়ে ফেল ! ওরে ছিঁড়ে ফেল---
যত আছে প্রেম ফুল মায়া ডোর !

সকালের রোদ দেখে 
কত আনন্দ ! কত গান,
ঘুম যদি না ভাঙতো তোর?
কে আছে ? ফিরে দিতে পারে ঐ প্রাণ?
অভাগা ওরে! কৃতজ্ঞতা প্রকাশ করি আয় 
কৃতঘ্ন হয়ে আর করোনা তাঁরে অসম্মান।

ফজরের দু রাকাত নামাজ 
দুনিয়াতে যা আছে তার থেকে দামী,
যা গোনাহ্ হয়েছে তওবা কর--
তাঁর কাছে , ক্ষমা পাবো সবাই জানি।
জানি সব মানি না কিছুই এটা নয় বিশ্বাস
মান্যতা যদি থাকে তোর তুই হবে নামী।

চোখের পর্দা সরা আজ 
ক্ষণিকের জীবনের দম---
আর কতক্ষণ তুই থাকবি 
সামনে সময় বড় কম!
হিসাবটা দেখে নে তোর 
উঠে আয় ! ঐ দেখ হয়ে আসে ভোর।
             -----------            
            
543 বার পড়া হয়েছে
শেয়ার করুন
শুকুর আলী মল্লিক

শুকুর আলী মল্লিক (আবদুস শুকুর আলী মল্লিক), ভারতের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পূন্যগ্রামে ১১ ফেব্রুয়ারি ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হোসেন মল্লিক, মাতা অতুবা বিবি। তাঁর জন্মের পর থেকেই পিতার স্নেহে থেকে বঞ্চিত হয়ে নিঃসন্তান মামা আয়ুব মল্লিক (বাবু), মামীমা বহিমা বিবি (ছোট মা) পুত্রস্নেহে লালিত পালিত হন। গোলাপবাগ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে এলাহাবাদ থেকে সংগীতে সিনিয়র ডিপ্লোমা ও সুরকার/গীতিকার/নাট্যকারশীপ অর্জন করেন। স্কুল জীবন থেকেই লেখালেখি।বাৎসরিক ম্যাগাজিন সম্পাদনা।পরবর্তীতে বিভিন্ন পত্রিকা সম্পাদনা করা। কিছুদিন শিক্ষকতা। বর্তমানে চার মেয়ে ও এক ছেলে। ১৯১১ সালে পবিত্র হজ্বব্রত সম্পাদন করেন। হজ্বের পর সব কিছু ছেড়ে দিয়ে কেবল লেখালিখিতে মনোনিবেশ করেন। মহান আল্লাহ্ পাকের দাওয়াতের কাজে নিবেদিত প্রাণ। নিজের প্রতিষ্ঠাত গ্রুপ "কালি ও কলম সাহিত্য ভূমি" এ ছাড়া বর্তমানে ১০/১৫ টি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা ও পরিচালক।বিভিন্ন গ্রুপের বিচারকার্য পরিচালনা করছেন। তাঁর আর একটা পরিচয় তিনি সকলের দাদুভাই। তাঁর লেখা বাংলাদেশের অনেক যৌথ কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। টাকা দিয়ে কাব্যগ্রন্থ প্রকাশে অনিহা থাকায় একক কাব্যগ্রন্থ প্রকাশ করেননি। তিনি বাংলাদেশ সফর করেন ২০২০ সালের মার্চ মাসে। সফর কালে বাংলাদেশের সাহিত্য জগতে সকলের মন জয় করেছেন। তাঁর সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

শুকুর আলী মল্লিক এর সর্বশেষ লেখা

4 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay বৃহষ্পতিবার, 04 জানুয়ারী 2024 17:50 লিখেছেন expalay

    The essential oil of wintergreen is chemically nearly identical to that of black, or sweet, birch Betula lenta, which has been traditionally used to treat rheumatism, gout, scrofula, skin eruptions, scurvy, bladder disorders, gonorrhea, neuralgia, and fevers buy priligy pills Proceedings of the 48 Annual ASTRO Meeting

  • মন্তব্যের লিঙ্ক emaiggide শুক্রবার, 23 জুন 2023 14:53 লিখেছেন emaiggide

    Time Zone Dubai 5 30 PM Spain 3 30 PM India 7 00 PM Bahrain Kuwait Qatar 4 30 PM Saudi 4 30 PM Oman 5 30 PM Pakistan 6 30 PM Bangladesh 7 30 PM Nepal 7 15 PM Nigeria 2 30 PM Kenya 4 30 PM cialis generic online

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2020 23:43 লিখেছেন নাজমুল কবির

    দাড়ি কমা দূরে কেনো দাদু ভাই।
    বেশ মনোমুগ্ধকর লিখনি।

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2020 11:48 লিখেছেন ইদি আমিন

    অনন্য, অসামান্য প্রকাশ কবি,,,, চমৎকার লিখনশৈলী,, দুর্দান্ত একটা কবিতা পড়লা..........

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.