এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 30 সেপ্টেম্বর 2020 14:12

ভোগে সুখ নহে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ভোগে সুখ নহে 


ত্যাগের মাঝে ভোগের মজা
    ক'জন খুঁজে পাই, 
যে জন পাবে শুদ্ধ হবে 
    ভালো মন্দ চাই।

মানুষ আজ ভোগ-বিলাসে
    বেজায় হয় মসগুল,
ভোগ-লালসা ভালোবাসা
    সব মানুষের ভুল । 

দানের হাত বাড়িয়ে দিলে
   দীন দুখীর তরে, 
শান্তি পাবে জয়ী হবে
   হৃদয় যাবে ভরে। 

ত্যাগের তরে প্রভুর কৃপা
    পেলেন সেই রাজা
রাজার পাঠ পেলেন ফিরে
    রইলো নাকো সাজা ।

ত্যাগের মাঝে খুঁজলে সুখ
    জাগে আশার আলো, 
ত্যাগী মানুষ আছেন যাঁরা
    কর্মে তাঁরা ভালো। 

ত্যাগের মাঝে'ই কি যে মজা
    করেন ত্যাগ যাঁরা
শান্তি ফেরে মনের মাঝে
     হয় আত্মহারা।
_____________________            
            
438 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 30 সেপ্টেম্বর 2020 15:08
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য