এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 30 সেপ্টেম্বর 2020 14:55

আমাদের নদী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমাদের নদী

এই পাড়ে ঘনঘাস
   ওই পাড়ে চর,
স্বচ্ছ জলের ধারা
   নয় খরতর।

ওই দূরে সবুজাভ
   গাঁওগুলো ঘিরে,
উবু হয়ে সাদা মেঘ
   চায় ফিরে ফিরে।

গ্রীষ্মের দাবদাহে 
   নীলমাখা জল-
মৃদু মৃদু ঢেউ তুলে
   হাসে খলখল।

আমাদের নদীখানা
   বড় মায়াময়,
ইশারাতে ডেকে নিয়ে
   মিঠা কথা কয়।

ছোটছোট ডিঙি নিয়ে
   মাঝি ধরে গান,
এ নদীর সাথে বাঁধা
   আমার পরান।

একটু সময় করে
   আসো তুমি যদি,
অপরূপ সাজে পাবে
   আমাদের নদী। 
  ==========            
            
558 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 30 সেপ্টেম্বর 2020 21:46
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা