এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 01 অক্টোবর 2020 11:09

মা তোমায় মনে পরে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মা তোমায় মনে পরে। 


আকাশ ভরা আষাঢ়েতে 
সপ্তাখানেক ধরে,
এমন এক বাদল ধারা
বৃষ্টি শুধু ঝরে। 

বৃষ্টি ঝরা বাদল দিনে
মনটা কেমন করে,
মাগো ভাল্লাগে না 
শুধু তোমায় মনে পরে।

আমার সঙ্গে ছিলে যখন
বলতে কত ডেকে, 
খোকা ঠান্ডা লেগে যাবে
ঘরে বস যা ঢেকে। 

এ'মন এখন চাইছে শুধু
তোমার কোলে যেতে,
এমন বাদল দিনে তোমায়
চায় মা কাছে পেতে। 

সৃষ্টি হয়নি কোনো প্রাণ 
মায়ের মত সমান, 
নিস্বার্থে করো সন্তানকে বরণ
তুমিই একমাত্র উদাহরণ।            
            
434 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

ফিরোজ মাহমুদ রনি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য