মঙ্গলবার, 10 মার্চ 2015 01:42

খেলা ঘরে মেলা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমার এই খেলা ঘরে চলছে সুন্দরী মেলা,  
দিনের বেলা রিমিঝিমি
রাতে চাঁদের আলোতে ছড়ায় সুগন্ধি
খেলা ঘরে চলে মেলা ।

মাঝে মাঝে নিবু নিবু আলো
বাতাসের ভেসে আসে সুগন্ধি,
জমেছে বলে খেলা ঘরে মেলা ।
খেলা ঘরে খেলতে এসেছে সেই কুমারী
যাকে বিধাতা দিয়েছে শ্রেষ্ট রুপ
বলেছে পৃথিবীর সুন্দরী ।

রূপবতী সুন্দরী কোথায় পেয়েছে এই রুপ ?
তারি কারনে ধ্বংস হয়েছে ট্রয় নগরী
মনে পড়ছে আজ খুব ।

রূপেরই কারনে মজিলো প্যারিস ট্রয়ের রাজ-কুমার
, দোষ কি তার, বলেছে দেবী, হেলেন হলো পৃথিবীর সুন্দরী
বিয়ে করেছে আগামেমননের ছোট ভাই।
চলতে চলতে কথপকথন এসেছে আবার ভোর
চারদিকে রৌদ্রের আলো কেটে যায় আঁধারের সেই ঘোর ।
869 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 10 মার্চ 2015 01:46
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.