এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 02 অক্টোবর 2020 23:16

জোছনা দীঘল উঠান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জোছনা দীঘল উঠান


একদিন ঠিক গভীর অন্ধকার কেটে ফিরিয়া পাবে 
বসন্ত প্রাণ, রাঙিয়ে দিবেই বাউল জীবন,
বেদনার নীল, বিষদের আঁধারচিত্র কাটিয়া পলাশে রাঙাবে কবিতায় কবিতায় এই মন। 

একদিন অবহেলা অনাদরের সব পাহাড় ডিঙিয়ে 
আমি উঠে যাব তোমার গোলাপ ময় ঠোঁটে,
ওষ্ঠদ্বয়ে ওষ্ঠ রাখিয়া কেটে যাবে অনাহারী আঠার বসন্ত, জড়তা ভেঙ্গে আসবে কামনারা ছুটে। 
ভাঙিয়া উদাসীনতা বসন্তে উড়বে বাউলমন 
কৃষ্ণচূড়ায় রাঙিবে পরিত্যক্ত তোমার ঝাউবন,
সেই মহাকালে আর থামাতে পারবে না, তোমার অলসঘুম; তুমি তিমির ঠেলিয়া হবে অতি আপন। 

ঝর্ণার ধারায় নিস্তব্ধ রাতে ভেসে যাবে তুমি 
আমারি সাথে, রাঙাবে তুমি উপচে দিয়ে,
চন্দ্রগ্রহণ আর থাকবে না, তোমার সজীব 
কবিতায় মহনীয় কোমলতা ভরাবে এই বাউলমন।  
আঠারো বসন্তহীন ঘুণে ধরা কঙ্কাল বুকে ভরে 
উঠবে অনন্তকালের মরে যাওয়া আকুলিত সুখে,
অথৈ জলে ভাসবে মরে যাওয়া নদী, ভাঙবে উথালপাতাল ঢেউ ধুধু মরুময় বালুচরের বুকে। 

ছোঁয়ায় ছোঁয়ায় উপছে পরবে জোছনা দীঘল উঠান,
তোমার বুকে আমার সুখে ভাসিয়ে যাবে দীর্ঘ তুফান।

১৫/০২/১৮
পূর্বপাড়া, গাইবান্ধা।            
            
967 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য