এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 02 অক্টোবর 2020 23:29

চন্দ্রমণি'র আল্টিমেটাম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                .
চন্দ্রমণি'র আল্টিমেটাম 

চেয়ে দেখও কবি ঐ আকাশে 
   কতো তারা ভরা,
মুচড়ে যাও কেন, 
   তোর জীবনে কি এতো খরা!
চেয়ে দেখ রাতের 
   গগনে গনগনে আলো ভারা,
আর যেন না দেখি পাগল! 
   দু'নয়নে বর্ষা ঝরা। 

রাতের নীরব বাতাসে
   নে'রে বসন্তে মুকুল গন্ধ, 
আমার জন্যে মন খারাপ 
   কষ্ট পাওয়া কর বন্ধ।
আমি চন্দ্রমণি আছি তো 
   তোর হৃদয়ের মাঁঝে,
তোর কবিতা-পরী-হিয়া-প্রিয়া 
   মনোহর সাজে! 

কবি তোর মনে আছে 
   আমার মন খরাপ হলে
চেয়ে থাকতাম রাতের 
   উদাসীন আকাশ পানে, 
চুপেচুপে কাছে এসে
   মন ভরাতে কবিতা গানে।
আজও আমি তোরই
   আছিরে ও'পাগল! চুপটি 
করে তোর সব খাতায়
   কবিতায় শব্দের প্রাণে! 

ভাঙ্গিস কেন উদাসী যুবক,
   চন্দ্রমণি তোর সব--
দিয়েছে তো প্রথম প্রেম 
   মন প্রাণ, দেয়নি দেহ;
আজও তোরে ভালোবাসে,
   না ফেরার দেশে--
যদিও সেই সুখে হাসি খুশী 
   রাখিস মন ও দেহ। 

আর যেন দেখি না নারে
   তুই আমার জন্যে ফের
কাঁদিস! আল্টিমেটাম দিলাম 
   যদি ফের কাঁদিস,
আমি আর তোর কোথাও 
   থাকবো না,  হব বিষ 
তোর স্মৃতিপটে নীল, 
   সব ভুলবি পাবি তয়ে দিশ!

   ===================
১২/০৩/২০১৮
থানা পাড়া, গাইবান্ধা।            
            
1360 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 03 অক্টোবর 2020 20:45
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য